পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Khalistani Supporters Attack on Journalist: ওয়াশিংটনে সাংবাদিকের উপর খালিস্তানি সমর্থকদের হামলার নিন্দা ভারতীয় দূতাবাসের - খালিস্তানি সমর্থক

ভারতীয় সাংবাদিকের উপরে খালিস্তানি সমর্থকদের হামলার (Khalistani Supporters Attack on Journalist) নিন্দা করল মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস ৷ শনিবার দুপুরে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের বাইরে খালিস্তানি সমর্থকদের বিক্ষোভের খবর করছিলেন বরিষ্ঠ সাংবাদিক ৷ সেই সময় তাঁর উপর হামলা চালায় আন্দোলনকারীরা ৷

Khalistani Supporters Attack on Journalist ETV BHARAT
Khalistani Supporters Attack on Journalist

By

Published : Mar 26, 2023, 11:41 AM IST

ওয়াশিংটন ডিসি, 26 মার্চ: ওয়াশিংটনে ভারতীয় সাংবাদিকের উপরে হামলা চালায় খালিস্তানি সমর্থকরা ৷ সেই ঘটনার নিন্দা করল মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian Embassy in US Condemns Attack on Indian Journalist) ৷ সাংবাদিকের উপর হামলার ঘটনায় শনিবার ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ খালিস্তানি সমর্থকদের এই হামলাকে জঘন্য, অযৌক্তিক এবং অসামাজিক চিন্তাভাবনার বিকাশ বলে উল্লেখ করেছেন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত ৷ পুরো বিষয় নিয়ে মার্কিন প্রশাসনের কাছে সেখানকার প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার আবেদনও জানিয়েছে ভারতীয় দূতাবাস ৷

উল্লেখ্য, ওয়াশিংটন ডিসি-তে বসবাসকারী সংবাদ সংস্থা পিটিআই-এর সাংবাদিক ললিত ঝা শনিবার দুপুরে ভারতীয় দূতাবাসের বাইরে খালিস্তানিদের বিক্ষোভের খবর করছিলেন ৷ সেই সময় তাঁর উপরে হামলা চালায় বিক্ষোভকারী খালিস্তানি সমর্থকরা (Attack on Indian Journalist by Khalistanis) ৷ তাঁকে মারধর ও গালাগালি করা হয় ৷ সেখানে উপস্থিত মার্কিন সিক্রেট সার্ভিসের আধিকারিকরা তাঁকে বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচান ৷

এই ঘটনার নিন্দা করে ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, "আমরা একজন বরিষ্ঠ সাংবাদিকের উপর এমন জঘন্য ও অযৌক্তিক হামলার নিন্দা করি ৷ এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র তথাকথিত খালিস্তানি বিক্ষোভকারীদের হিংসাত্মক ও অসামাজিক মনোভাবকেই তুলে ধরে ৷ এরা হিংসা ও ভাঙচুরের সঙ্গে জড়িত ৷"

ভারতীয় দূতাবাস এও উল্লেখ করেছে যে, প্রথমে ওই সাংবাদিককে গালাগালি ও ভয় দেখানো হয় ৷ পরবর্তী সময়ে তাঁকে মারধর করা হয় ৷ নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে তিনি মার্কিন সিক্রেট সার্ভিসের সাহায্য নেন ৷ তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে ৷ পিটিআই এর ওই সাংবাদিক মার্কিন সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছেন, তাঁকে প্রাণে বাঁচানো এবং কাজে সাহায্য করার জন্য ৷ তিনি এও জানিয়েছেন, খালিস্তানি সমর্থকরা তাঁর বাঁ-কানে আঘাত করেছে ৷ তাঁকে লাঠি দিয়েও মারা হয়েছে বলে সোশাল মিডিয়া পোস্টে অভিযোগ করেছেন ললিত ঝা ৷

আরও পড়ুন:ওয়াশিংটনে ভারতীয় সাংবাদিককে নিগ্রহ, অভিযুক্ত খালিস্তানি সমর্থকরা

আক্রান্ত সাংবাদিক এও জানান, তাঁকে প্রথমে হুমকি দেওয়া হয়েছিল ৷ তখনই বিপদ বুঝতে পেরে তিনি মার্কিন পুলিশের 911 নম্বরে কল করেন ৷ ভারতীয় দূতাবাসের সামনে এই ঘটনাটি ঘটায় দ্রুত সেখানে মার্কিন সিক্রেট সার্ভিসের একটি দলকে পাঠানো হয় ৷ কিন্তু, ততক্ষণে দূতাবাসের বাইরে খালিস্তানের সমর্থনে বিক্ষোভ দেখানো লোকজন সাংবাদিকের উপর হামলা চালিয়েছে ৷ পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করা হয়।

ABOUT THE AUTHOR

...view details