ওয়াশিংটন ডিসি, 26 মার্চ: ওয়াশিংটনে ভারতীয় সাংবাদিকের উপরে হামলা চালায় খালিস্তানি সমর্থকরা ৷ সেই ঘটনার নিন্দা করল মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian Embassy in US Condemns Attack on Indian Journalist) ৷ সাংবাদিকের উপর হামলার ঘটনায় শনিবার ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ খালিস্তানি সমর্থকদের এই হামলাকে জঘন্য, অযৌক্তিক এবং অসামাজিক চিন্তাভাবনার বিকাশ বলে উল্লেখ করেছেন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত ৷ পুরো বিষয় নিয়ে মার্কিন প্রশাসনের কাছে সেখানকার প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার আবেদনও জানিয়েছে ভারতীয় দূতাবাস ৷
উল্লেখ্য, ওয়াশিংটন ডিসি-তে বসবাসকারী সংবাদ সংস্থা পিটিআই-এর সাংবাদিক ললিত ঝা শনিবার দুপুরে ভারতীয় দূতাবাসের বাইরে খালিস্তানিদের বিক্ষোভের খবর করছিলেন ৷ সেই সময় তাঁর উপরে হামলা চালায় বিক্ষোভকারী খালিস্তানি সমর্থকরা (Attack on Indian Journalist by Khalistanis) ৷ তাঁকে মারধর ও গালাগালি করা হয় ৷ সেখানে উপস্থিত মার্কিন সিক্রেট সার্ভিসের আধিকারিকরা তাঁকে বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচান ৷
এই ঘটনার নিন্দা করে ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, "আমরা একজন বরিষ্ঠ সাংবাদিকের উপর এমন জঘন্য ও অযৌক্তিক হামলার নিন্দা করি ৷ এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র তথাকথিত খালিস্তানি বিক্ষোভকারীদের হিংসাত্মক ও অসামাজিক মনোভাবকেই তুলে ধরে ৷ এরা হিংসা ও ভাঙচুরের সঙ্গে জড়িত ৷"