নয়াদিল্লি ও টরেন্টো, 19 সেপ্টেম্বর: ভারতে কানাডার শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল ভারত ৷ এর আগে কানাডায় ভারতের কূটনীতিককে বরখাস্ত করেছিল জাস্টিন ট্রুডোর সরকার ৷ এর পালটা জবাব দিতে বিন্দুমাত্র দেরি করল না ভারত ৷ মঙ্গলবার সকালেই বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে জানায়, আজ ভারতে কানাডার হাইকমিশনারকে তলব করা হয়েছিল ৷ তাঁকে জানানো হয়েছে, ভারত সরকার ভারতে কানাডার শীর্ষ কূটনীতিককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ৷ আগামী পাঁচদিনের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হবে কানাডার ওই কূটনীতিককে ৷
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) বিবৃতি প্রকাশ করেন ৷ ওই বিবৃতিতে ভারতে অবস্থিত কানাডার শীর্ষ কূটনীতিককে বরখাস্ত করার কথা জানানো হয়েছে ৷ এছাড়া আরও লেখা হয়েছে, কানাডার কূটনীতিক ভারতের অভ্য়ন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে ৷ এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভারত সরকার ৷ ভারত-বিরোধী কাজকর্মেও তিনি দখলদারি করেছেন ৷ তাই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে ৷
ঘটনার সূত্রপাত, কানাডায় একটি খুনের ঘটনা নিয়ে ৷ জুন মাসে কানাডায় গুলিতে মৃত্যু হয় হরদীপ সিং নিজ্জরের (45) ৷ তিনি নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্স বা কেটিএফের প্রধান ছিলেন ৷ ভারতে তিনি মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকাভুক্ত ছিলেন ৷ তাঁর মাথার দাম উঠেছিল 10 লক্ষ টাকা ৷ কানাডায় একটি গুরুদ্বারার বাইর দু'জন অজ্ঞাত পরিচয় বন্দুকধারী তাঁকে গুলি করে ৷ এটি পশ্চিম কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সুরিতে অবস্থিত ৷