গাজা ও জেরুজালেম, 13 অক্টোবর:হামাসের আক্রমণের পালটাপ্যালেস্তাইনের ছোট্ট ভূখণ্ড গাজায় হামলা চালাচ্ছে ইজরায়েল ৷ একমাত্র উদ্দেশ্য হামাস জঙ্গি সংগঠনকে নিকেশ করা ৷ তবে এই আক্রমণে বহু সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন ৷ এমন জবাবে সমালোচনার মুখে পড়েছে ইজরায়েল ৷ তাই শুক্রবার ইজরায়েল প্রশাসন উত্তর গাজার বাসিন্দাদের জায়গা খালি করে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয় ৷ এদিকে হামাস উত্তর গাজার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে যেতে নিষেধ করেছে ৷ ইজরায়েলের এই নির্দেশকে উপেক্ষা করার কথা জানিয়েছে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন ৷
শুক্রবার ইজরায়েলের ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ 24 ঘণ্টার মধ্যে গাজা শহরের বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দেয় ৷ হামাসের অধীনস্ত এলাকায় বোমা-রকেট হামলা চালাচ্ছে ইজরায়েল ৷ এই অবস্থায় নাগরিকদের প্রাণহানির আশঙ্কা থেকেই যায় ৷ তাই এলাকাটি ছেড়ে দক্ষিণদিকে ওয়াদি গাজায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা জানিয়েছে ইজরায়েল ৷
ওয়াদি গাজা একটি উপকূলীয় অঞ্চল ৷ এই নদী উপত্যকাটি গাজার কেন্দ্রে অবস্থিত ৷ এর শেষ প্রান্তে ভূমধ্যসাগর ৷ ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বাসিন্দাদের আরও জানিয়েছে, এই ঘোষণার পরবর্তী ঘোষণাটি যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেউ গাজা শহরে ফিরবে না ৷ নাগরিকদের নিজেদের নিরাপত্তার জন্যই শহর ছাড়ার অনুরোধ করা হচ্ছে ৷ হামাস জঙ্গি সংগঠন এই সাধারণ নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ৷ তাই হামাসদের থেকেও যেন আমজনতা দূরত্ব বজায় রাখে, নির্দেশে জানিয়েছে ইজরায়েল ৷