নয়াদিল্লি, 8 অক্টোবর: প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস গাজা থেকে ইজরায়েলকে লক্ষ্য করে মিনিট কুড়ির মধ্যে 5 হাজার রকেট ছোড়ে! এরপরই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল সরকার । প্যালেস্তাইন-ইজরায়েল সংঘাতের সাম্প্রতিক ঘটনাক্রম বলছে, গোটা ঘটনার পেছনে রয়েছে জিয়ো-পলিটিক্যাল ইকুয়েশ্যন ৷
হামাস গোষ্ঠী এই হামলার নাম দিয়েছে 'অপারেশন আল-আকসা ফ্লাড'। শনিবারের হামলায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে অন্তপক্ষে 600 জনের ৷ হামাসের হামলায় এই সংখ্যা আরও বাড়তে বলে আশা করা হচ্ছে ৷ এর পাশাপাশি 1 হাজার 590 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন ৷ ইজরায়েলের পালটা আক্রমণে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এ নিয়ে মুখ খুলেছে ভারত, আমেরিকার মতো দেশও।
উল্লেখ্য, প্যালেস্তাইন-ইজরায়েলের মধ্যে বিবাদ বহু পুরনো। জেরুজালেম ও গাজা স্ট্রিপের দখলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ঘাত-প্রতিঘাত লেগেই থাকে। শনিবারের হামলার পরেই ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন এক বিবৃতিতে বলেন, “ইজরায়েল বর্তমানে সমন্বিত, বৃহৎ এবং বহুমুখী প্যালেস্তাইন সন্ত্রাসী হামলা প্রতিহত করার জন্য লড়াই করছে । হামাস দক্ষিণ ও মধ্য ইসরায়েলের শহর ও গ্রামে অসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ৷ এটি যুদ্ধাপরাধের সামিল ৷ সিমচাট তোরাহের পবিত্র ইহুদি ছুটির সময় এই হামলা হয়েছে ।’’
ইজরায়েল ডিফেন্স ফোর্সের দাবি, গাজায় ফের সক্রিয় হয়ে উঠেছে হামাসবাহিনী ৷ ইজরায়েলকে লক্ষ্য করে ধেয়ে এসেছে অন্তত 5000টি রকেট ৷ ইজরায়েলের সীমান্ত গাজা স্ট্রিপে দু'দেশের উত্তেজনার পারদ বেশ কিছুদিন স্তিমিত থাকার পর আবার মাথাচাড়া দেওয়ায় চিন্তায় আন্তর্জাতিক মহল ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘ইজরায়েলে সন্ত্রাসী হামলার খবরে গভীরভাবে মর্মাহত। আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা হতাহত এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে । এই কঠিন সময়ে আমরা ইজরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’’