পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Hamas attack on Israel: প্যালেস্তাইন-ইজরায়েল বিবাদের ঘুঁটি সাজাচ্ছে রাজনৈতিক ও আর্থ-সামাজিক অঙ্ক - ইজরায়েল

প্যালেস্তাইন-ইজরায়েলের মধ্যে বিবাদ বহু পুরনো। জেরুজালেম ও গাজা স্ট্রিপের দখলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ঘাত-প্রতিঘাত লেগেই থাকে। বহু বছরের এই লড়াইয়ের পেছনে রয়েছে রাজনৈতিক এবং আর্থ-সামাজিক অঙ্ক ৷ লিখলেন ইটিভি ভারতের অরুণিম ভুঁইয়া...

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 9:05 PM IST

নয়াদিল্লি, 8 অক্টোবর: প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস গাজা থেকে ইজরায়েলকে লক্ষ্য করে মিনিট কুড়ির মধ্যে 5 হাজার রকেট ছোড়ে! এরপরই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল সরকার । প্যালেস্তাইন-ইজরায়েল সংঘাতের সাম্প্রতিক ঘটনাক্রম বলছে, গোটা ঘটনার পেছনে রয়েছে জিয়ো-পলিটিক্যাল ইকুয়েশ্যন ৷

হামাস গোষ্ঠী এই হামলার নাম দিয়েছে 'অপারেশন আল-আকসা ফ্লাড'। শনিবারের হামলায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে অন্তপক্ষে 600 জনের ৷ হামাসের হামলায় এই সংখ্যা আরও বাড়তে বলে আশা করা হচ্ছে ৷ এর পাশাপাশি 1 হাজার 590 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন ৷ ইজরায়েলের পালটা আক্রমণে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এ নিয়ে মুখ খুলেছে ভারত, আমেরিকার মতো দেশও।

হু বছরের এই লড়াইয়ের পেছনে রয়েছে রাজনৈতিক এবং আর্থ-সামাজিক অঙ্ক

উল্লেখ্য, প্যালেস্তাইন-ইজরায়েলের মধ্যে বিবাদ বহু পুরনো। জেরুজালেম ও গাজা স্ট্রিপের দখলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ঘাত-প্রতিঘাত লেগেই থাকে। শনিবারের হামলার পরেই ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন এক বিবৃতিতে বলেন, “ইজরায়েল বর্তমানে সমন্বিত, বৃহৎ এবং বহুমুখী প্যালেস্তাইন সন্ত্রাসী হামলা প্রতিহত করার জন্য লড়াই করছে । হামাস দক্ষিণ ও মধ্য ইসরায়েলের শহর ও গ্রামে অসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ৷ এটি যুদ্ধাপরাধের সামিল ৷ সিমচাট তোরাহের পবিত্র ইহুদি ছুটির সময় এই হামলা হয়েছে ।’’

ইজরায়েল ডিফেন্স ফোর্সের দাবি, গাজায় ফের সক্রিয় হয়ে উঠেছে হামাসবাহিনী ৷ ইজরায়েলকে লক্ষ্য করে ধেয়ে এসেছে অন্তত 5000টি রকেট ৷ ইজরায়েলের সীমান্ত গাজা স্ট্রিপে দু'দেশের উত্তেজনার পারদ বেশ কিছুদিন স্তিমিত থাকার পর আবার মাথাচাড়া দেওয়ায় চিন্তায় আন্তর্জাতিক মহল ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘ইজরায়েলে সন্ত্রাসী হামলার খবরে গভীরভাবে মর্মাহত। আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা হতাহত এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে । এই কঠিন সময়ে আমরা ইজরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’’

প্যালেস্তাইন-ইজরায়েলের মধ্যে বিবাদ বহু পুরনো

ইরাক ও জর্ডনে প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত আর দায়কার ইটিভি ভারতকে বলেন, “ইজরায়েলে আক্রমণের জন্য হামাসের উল্লিখিত বিষয়গুলি স্কেল এবং মৃত্যুদন্ডের ক্ষেত্রে নজিরবিহীন ৷ প্যালেস্তাইনে জেরুজালেমের আল আকসা মসজিদে প্রবেশের উপর নিষেধাজ্ঞা, অধিকৃত ওয়েস্ট ব্যাংকে (ইহুদি) বসতি সমস্যা বাড়াচ্ছে ৷”

জেরুজালেমের আল আকসা মসজিদ ইহুদি ও মুসলমান উভয়ের জন্যই পবিত্র । ইহুদিরা এই স্থানটিকে টেম্পল মাউন্ট বলে। গত মাসে, ইজরায়েলি বাহিনী আল আকসা মসজিদ থেকে উপাসকদের বের করে দেওয়ার পর এর চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আরোপ করেছে ৷ ইহুদি নববর্ষ রোশ হাশানাতে ইজরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য পথ পরিষ্কার করতে 50 বছরের কম বয়সি যে কোনও প্যাসেস্তাইনের অধিবাসীর প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে । আল আকসা মসজিদ 1948 সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকেই একটি বিতর্কিত ইস্যু।

সম্প্রতি গাজা সীমান্তে প্যালেস্তাইনি শ্রমিকদের যাতায়াত বন্ধ করে দেয় ইজরায়েল সরকার। তারপর থেকেই ধীরে ধীরে বাড়ছে উত্তেজনা বাড়ছিল। এর মধ্যেই গতকাল আচমকা হামলা করে হামাস গোষ্ঠী ৷ নতুন করে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না ৷

আরও পড়ুন: যুদ্ধ-দীর্ণ ইজরায়েল যাতায়াতের বিমান 14 অক্টোবর পর্যন্ত স্থগিত রাখল এয়ার ইন্ডিয়া

ABOUT THE AUTHOR

...view details