পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Gunmen Kill 50 People: নাইজেরিয়ায় বন্দুকবাজদের হামলায় 50 জনের মৃত্যু

দু’টি ঘটনায় উত্তর-মধ্য নাইজেরিয়ায় একটি গ্রামে 50 জনকে গুলি করে হত্যা করা হয়েছে ৷ মৃতদের অধিকাংশই কৃষক ৷ মনে করা হচ্ছে এই হামলার পিছনে স্থানীয় গবাদি পশুপালকদের গোষ্ঠী জড়িত রয়েছে ৷ জমি দখল করার জন্য এই হামলা বলে সন্দেহ করছে পুলিশ ৷

Gunmen Kill 50 People in Nigeria ETV BHARAT
Gunmen Kill 50 People in Nigeria

By

Published : Apr 8, 2023, 1:41 PM IST

আবুজা (নাইজেরিয়া), 8 এপ্রিল: উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি গ্রামে দু’টি হামলার ঘটনায় বন্দুকবাজদের গুলিতে অন্তত 50 জনের মৃত্যু হয়েছে ৷ নাইজেরিয়ার ওটুকপোতে স্থানীয় সময় বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন ঘটনার বিষয়টি জানিয়েছে ৷ রুবেন বাকো নামে স্থানীয় ওটুকপো সরকারের চেয়ারম্যান জানিয়েছেন, এই ভয়াবহ ঘটনাটি বুধবার বেনিউ রাজ্যের উমোগিডি গ্রামে ঘটে ৷ বাজারের মধ্যে থাকা ভিড়কে লক্ষ্য করে বন্দুকবাজরা এলোপাথাড়িগুলি চালিয়েছিল ৷ বন্দুকবাজদের হামলায় 47 জনের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, তার একদিন আগে ওই এলাকাতেই 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল ৷ বেশ কয়েকটি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে ৷

নাইজেরিয়ার বেনিউ রাজ্যের পুলিশ আধিকারিক অ্যানেন সিউয়েস হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ৷ পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাজারের মধ্যে অতর্কিতে এই হামলা চালানো হয় ৷ যদিও, অ্যানেন সিউয়েসে জানিয়েছেন মৃতের সংখ্যা 8 বলে দাবি করেছেন ৷ আর তাঁদের মধ্যে একজন পুলিশ কর্মী ছিলেন বলেও জানান তিনি ৷ বন্দুকবাজদের এই হামলার আসল কারণ কী ? তা এখনও জানা যায়নি ৷ তবে, প্রশাসন মনে করছে প্রথমদিন যে 3 জনের দেহ পাওয়া গিয়েছিল ৷ তার সঙ্গে দ্বিতীয় দিনের এই গণহত্যার অবশ্যই কোনও যোগ রয়েছে ৷

এখনও পর্যন্ত কোনও সংগঠনের তরফে এই হামলার দায়স্বীকার করা হয়নি ৷ এই ঘটনায় স্থানীয় গবাদি পশুপালকদের উপর সন্দেহ করছে প্রশাসন ৷ কারণ, তারা সম্প্রতি গ্রামের কৃষকদের উপর হামলা চালিয়েছিল ৷ জমি সংক্রান্ত সমস্যা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল ৷ ফুলানি গোষ্ঠীর ওই গবাদি পশুপালকদের বিরুদ্ধে কৃষকরা আগেও পুলিশে অভিযোগ দায়ের করেছিল ৷ কৃষকদের খামারে বিনা অনুমতিতে গবাদি পশু চড়ানোর অভিযোগ করা হয় ৷

আরও পড়ুন:অ্যামেরিকার মলে বন্দুকবাজের হামলা, আহত কমপক্ষে 8

তবে, গবাদি পশুপালকরা দাবি করেছেন, স্বাধীনতার 5 বছর পর 1965 সালে আইনের মাধ্যমে ওই জমিগুলিকে চারণভূমি হিসেবে ঘোষণা করেছিল সরকার ৷ উল্লেখ্য, বেনিউ স্টেটকে নাইজেরিয়ার খাদ্য সম্ভার বলা হয় ৷ এখানেই সে দেশের অধিকাংশ ফসল উৎপাদিত হয় ৷ নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্য অংশের বাসিন্দারা মূলত কৃষিপ্রধান জাতি ৷ তবে, যাযাবর পশুপালকদের সঙ্গে সংঘর্ষে গত কয়েক দশকে কৃষকদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷ যা নিয়ে প্রশাসন এখনও কোনও সমাধান বের করতে পারেনি ৷

ABOUT THE AUTHOR

...view details