আবুজা (নাইজেরিয়া), 8 এপ্রিল: উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি গ্রামে দু’টি হামলার ঘটনায় বন্দুকবাজদের গুলিতে অন্তত 50 জনের মৃত্যু হয়েছে ৷ নাইজেরিয়ার ওটুকপোতে স্থানীয় সময় বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন ঘটনার বিষয়টি জানিয়েছে ৷ রুবেন বাকো নামে স্থানীয় ওটুকপো সরকারের চেয়ারম্যান জানিয়েছেন, এই ভয়াবহ ঘটনাটি বুধবার বেনিউ রাজ্যের উমোগিডি গ্রামে ঘটে ৷ বাজারের মধ্যে থাকা ভিড়কে লক্ষ্য করে বন্দুকবাজরা এলোপাথাড়িগুলি চালিয়েছিল ৷ বন্দুকবাজদের হামলায় 47 জনের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, তার একদিন আগে ওই এলাকাতেই 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল ৷ বেশ কয়েকটি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে ৷
নাইজেরিয়ার বেনিউ রাজ্যের পুলিশ আধিকারিক অ্যানেন সিউয়েস হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ৷ পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাজারের মধ্যে অতর্কিতে এই হামলা চালানো হয় ৷ যদিও, অ্যানেন সিউয়েসে জানিয়েছেন মৃতের সংখ্যা 8 বলে দাবি করেছেন ৷ আর তাঁদের মধ্যে একজন পুলিশ কর্মী ছিলেন বলেও জানান তিনি ৷ বন্দুকবাজদের এই হামলার আসল কারণ কী ? তা এখনও জানা যায়নি ৷ তবে, প্রশাসন মনে করছে প্রথমদিন যে 3 জনের দেহ পাওয়া গিয়েছিল ৷ তার সঙ্গে দ্বিতীয় দিনের এই গণহত্যার অবশ্যই কোনও যোগ রয়েছে ৷