জেরুজালেম, 29 অক্টোবর: বাহিনী পাঠিয়ে গাজায় স্থল, আকাশ ও সমুদ্র পথে আক্রমণ আরও বাড়াল ইজরায়েল ৷ এভাবেই ইজরায়েলের সেনাবাহিনী হামাসের বিরুদ্ধে যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের সূচনা করল। জাতির উদ্দেশে ভাষণ দিয়ে স্থানীয় সময় শনিবার রাতে এমনটাই জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ৷ তিনি বলেন, "গাজার বিস্তৃত অঞ্চলে স্থলাভিযানের আগে আক্রমণের ধার আরও বাড়বে। এই যুদ্ধ দীর্ঘ এবং কঠিন হবে ৷ তার জন্য আমরা প্রস্তুত ৷"
গাজায় ইজরায়েলের বোমাবর্ষণকে সেখানকার বাসিন্দারা যুদ্ধের সবচেয়ে খারাপ অবস্থা বলে বর্ণনা করেছেন ৷ গাজার অধিকাংশ এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ভেঙে পড়েছে ইন্টারনেট পরিষেবাও। সেখানে আটকে পড়েছেন প্রায় 2.3 মিলিয়ন মানুষ ৷ এই পরিস্থিতিতে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী যুদ্ধের নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
বাহিনী শনিবার যুদ্ধের বেশকিছু ছবি সামনে এনেছে ৷ সেখানে দেখা যাচ্ছে, গাজার ফাঁকা এলাকায় সীমান্তের কাছে ট্যাঙ্কগুলি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে ৷ তারা দাবি করেছে, ইজরায়েলের যুদ্ধবিমানগুলি হামাসের তৈরি কয়েক ডজন সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বাঙ্কারে বোমাবর্ষণ করেছে । তিন সপ্তাহ আগে ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস ৷ পালটা গাজায় ঢুকে সেখানকার শাসক গোষ্ঠী হামাসকে ধ্বংস করতে লাগাতার আক্রমণ চালাচ্ছে ইজরায়েল ।
7 অক্টোবর হামাসের হামলার পর কয়েকশো প্যালেস্তাইনিকে আটক করে বন্দি বানিয়ে রেখেছে ইজরায়েল ৷ তাদের মুক্তির দাবি চাপ বাড়ানো হচ্ছে ইজরায়েল সরকারের উপর ৷ ওই সমস্ত বন্দিদের পরিবারের সদস্যরা শনিবার নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন এবং ইজরায়েলে বন্দি প্যালেস্তাইনবাসীদের মুক্তির দাবি জানিয়েছেন ৷ তাঁরা হামাসের হাতে বন্দি ইজরায়েলিদের বিনিময়ে এই প্যালেস্তাইনিদের মুক্তির দাবি জানান ।