নারা (জাপান), 8 জুলাই: পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা চলাকালীন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে ৷ প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে, কেউ বা কারা তাঁকে গুলি করেছে ৷ স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী গুলি চালানোর মতোই শব্দ শুনতে পাওয়া গিয়েছে দুর্ঘটনাস্থলে এবং শিনজো আবেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে (Former PM Shinzo Abe may have been shot in the city of Nara Japan) ৷
শুক্রবার তিনি নির্বাচনী প্রচারে ভাষণ দিচ্ছিলেন ৷ সেই সময়ই তাঁকে পিছন দিক থেকে গুলি করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ৷ রক্তাক্ত অবস্থায় তিনি মঞ্চেই পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন ৷ তাঁর কার্ডিওপালমোনারি অ্যারেস্ট হয়েছে বলে নারা মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতাল সূত্রে খবর ৷