মুম্বই, 6 অগস্ট:এক-দুটো বছর নয়, পেরিয়ে গিয়েছে কুড়িটা বছর ৷ তারপর সন্ধান মিলেছে হামিদা বানোর, তাও পাকিস্তান থেকে ৷ হ্যাঁ, 70 বছর বয়সী বানো এখন পাকিস্তানের হায়দরাবাদে রয়েছেন ৷ একসময় কাজের খোঁজে পাড়ি দিয়েছিলেন বিদেশ-বিভুঁইয়ে ৷ তারপর থেকে আর তিনি কোথায়, তা জানা যায়নি ৷ মুম্বইয়ে হামিদা বানোর পরিবার এবং তাঁর মধ্যে যোগাযোগ করিয়ে দিয়েছে কিন্তু গালফাম নামের এক স্থানীয় ইউটিউবার (Family members contacts Hamida Bano in Pakistan through a youtuber in Mumbai) ৷
2002-এ মুম্বই থেকে এক এজেন্টের মাধ্যমে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন হামিদা বানো ৷ কিন্তু মাঝপথে তাঁকে পাকিস্তানে নামিয়ে দেয় সেই ঠগবাজ এজেন্ট ৷ তারপর থেকে সেখানেই রয়েছেন চার সন্তানের তিনি ৷ পাকিস্তানে একটি ইউটিউব চ্যানেলে হামিদা বানোর খবর ছড়িয়ে পড়ে ৷ তা শুনে সে দেশের এক নাগরিক মুম্বইয়ের স্থানীয় ইউটিউবার গালফামের সঙ্গে যোগাযোগ করেন ৷
ইউটিউবার গালফাম মুম্বইয়ে হামিদা বানোর পরিবারের সদস্যদের কাছে যান ৷ তাঁর আত্মীয়রাও নিশ্চিত করে জানান যে, তাঁরা হামিদা বানোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিন্তু কোনও খবর পাননি ৷ 20 বছর পর গালফাম হারিয়ে যাওয়া মায়ের কথা জানান তাঁর মেয়ে ও পরিবারের অন্যদের ৷