পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Virat Kohli Signed Cricket Bat: বিরাট কোহলির সই করা ব্যাট ঋষি সুনককে দীপাবলির উপহার জয়শংকরের

Jaishankar gives Virat Kohli Signed Cricket Bat to UK PM: রবিবার লন্ডনে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দেখা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তিনি সেখানে বিরাট কোহলির সই করা একটি ব্যাট উপহার দেন সুনককে ৷ দীপাবলি উপলক্ষ্য়েই এই ব্যাট সুনককে ভারতের বিদেশমন্ত্রী উপহার দিয়েছেন ৷

PHOTO Courtsey: UK Prime Minister X Handle
PHOTO Courtsey: UK Prime Minister X Handle

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 1:48 PM IST

হায়দরাবাদ, 13 নভেম্বর: বিরাট কোহলির সই করা ক্রিকেট ব্যাট ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনককে উপহার দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য এখন ব্রিটেন সফরে রয়েছেন ৷ সেই সফরের সময়ই তিনি ব্যাট উপহার দেন ঋষি সুনককে ৷

এই নিয়ে পরে সোশাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) ব্রিটেনের প্রধানমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, "প্রধানমন্ত্রী ঋষি সুনক আজ সন্ধ্যায় ডাউনিং স্ট্রিটে ড. এস জয়শংকরকে স্বাগত জানান । বিশ্বজুড়ে ভারতীয়দের দীপাবলি উদযাপন শুরু করার সঙ্গে সঙ্গে তাঁরা একসঙ্গে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ৷"

রবিবার বিদেশমন্ত্রী এস জয়শংকর ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দেখা করেন ঋষি সুনকের সঙ্গে ৷ সস্ত্রীক সেখানে হাজির ছিলেন বিদেশমন্ত্রী ৷ সাক্ষাতের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রীর স্ত্রী অক্ষতা মূর্তিও উপস্থিত ছিলেন ৷ সেই সাক্ষাতের সময়ই তিনি ব্যাট উপহার দেন সুনককে ৷

এই নিয়ে জয়শংকরও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷ তিনি লিখেছেন, ‘‘দীপাবলির দিনে প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দেখা করে আনন্দিত বোধ করছি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছি । ভারত ও যুক্তরাজ্য সমসাময়িক সময়ের জন্য সম্পর্ক পুনর্গঠনে সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছে । ধন্যবাদ মিস্টার এবং মিসেস সুনককে, তাঁদের উষ্ণ অভ্যর্থনা এবং সহৃদয় আতিথেয়তার জন্য ।’’

উল্লেখ্য, বিরাট কোহলির সই করা যে ব্যাটটি জয়শংকর উপহার দিয়েছেন, সেটি ‘জিনিয়াস এমআরএফ বিরাট কোহলি রান মেশিন’ এডিশনের ৷ ওই ব্যাটে বিরাটের একটি ছাপানো হস্তাক্ষর রয়েছে ৷ তাছাড়া আরও একটি সই লক্ষ্য করা গিয়েছে ৷ ব্রিটেনের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে বলে সম্ভবত সেটি বিরাট নিজেই সই করে দিয়েছেন কলম দিয়ে ৷

আরও পড়ুন:

  1. দিওয়ালির আনন্দে ভাসলেন সুনাক, ডাউনিং স্ট্রিটের চা চক্রে আমন্ত্রণ জয়শঙ্করকে
  2. ভারতে সফরে মার্কিন বিদেশ সচিব, কথা রাজনাথ-জয়শংকরের সঙ্গে

ABOUT THE AUTHOR

...view details