নিউইয়র্ক, 8 অগস্ট:তাঁরা সোশাল মিডিয়ার দু'ই সম্রাট ও চির প্রতিদ্বন্দ্বী ৷ এবার তাঁদের মধ্যেই হতে চলেছে 'কেজ ম্যাচ' ৷ এই খেলার খেলেয়াড়দের মধ্যে একজন হলেন এক্সের (টুইটার) মালিক ইলন মাস্ক ৷ অপরজন মেটা ও সম্প্রতি নতুন সোশাল সাইট থ্রেডসের মালিক মার্ক জুকারবার্গ ৷ এবার তাঁরাই নামতে চলেছে সম্মুখ সমরে ৷ কবে কোথায় কীভাবে হবে এই খেলা ৷ সে কথাই এক্সে (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) জানালেন ইলন মাস্ক ৷ তিনি জানান, মার্ক জুকারবার্গের সঙ্গে প্রস্তাবিত 'কেজ ম্যাচ' হবে ৷ তবে এর আগে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে তাঁর । আর এই টুইট সামনে আসার পরেই শোরগোল পড়ে গিয়েছে ৷ মানুষজন জানতে চাইছে কী খেলা হতে চলেছে মাস্ক ও জুকারবার্গের মধ্যে ৷ 'কেজ ম্যাচ' বিষয়টি বা কী ?
জানা গিয়েছে, ইলন মাস্ক ও মার্ক জুকারবার্গ দু'জনের মুখোমুখি হবেন এবং খাঁচার মত জায়গার মধ্যে তাঁদের মধ্যে লড়াই হবে ৷ সেই খেলার নামই 'কেজ ম্যাচ' ৷ দুই বিলিয়নেয়ার জুনের শেষের দিকে এই খেলা করতে সম্মত হয়েছিলেন । এরপর রবিবার মাস্ক জানান যে লড়াইটি তাঁর সোশাল মিডিয়া সাইট এক্সে লাইভ-স্ট্রিম করা হবে এবং এই খেলা থেকে যে আয় হবে তা প্রবীণদের জন্য একটি দাতব্য সংস্থায় দান করা হবে ।
তাঁর থ্রেডস সোশাল মিডিয়া অ্যাকাউন্টে মার্ক জুকারবার্গ বলেছিলেন, "আমাদের কি আরও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত নয় ৷ যা আসলে দাতব্যের জন্য অর্থ সংগ্রহ করতে পারে?" এরপরে ফের ফেসবুকের মূল সংস্থা মেটা-এর সিইও জানান, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত ৷ 26 অগস্ট তিনি এই লড়াই করার পরামর্শ দিয়েছিলেন যখন প্রথম মাস্ক তাঁকে চ্যালেঞ্জ করেছিলেন ৷ কিন্তু তিনি নিশ্চিত করে জানাননি কবে 'কেজ ম্যাচ' হবে ৷