পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Cage Match: মার্ক জুকারবার্গের সঙ্গে 'কেজ ম্যাচে' মুখোমুখি ইলন মাস্ক, লাইভ-স্ট্রিমের সম্ভাবনা এক্সে - এক্স

Elon Musk Cage Match with Mark Zuckerberg: মার্ক জুকারবার্গের সঙ্গে 'কেজ ম্যাচে' মুখোমুখি হতে চলেছেন ইলন মাস্ক ৷ তবে এর আগে তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন এক্সের সিইও ৷

Elon Musk and Mark Zuckerberg
মার্ক জুকারবার্গ ও ইলন মাস্ক

By

Published : Aug 8, 2023, 7:48 PM IST

নিউইয়র্ক, 8 অগস্ট:তাঁরা সোশাল মিডিয়ার দু'ই সম্রাট ও চির প্রতিদ্বন্দ্বী ৷ এবার তাঁদের মধ্যেই হতে চলেছে 'কেজ ম্যাচ' ৷ এই খেলার খেলেয়াড়দের মধ্যে একজন হলেন এক্সের (টুইটার) মালিক ইলন মাস্ক ৷ অপরজন মেটা ও সম্প্রতি নতুন সোশাল সাইট থ্রেডসের মালিক মার্ক জুকারবার্গ ৷ এবার তাঁরাই নামতে চলেছে সম্মুখ সমরে ৷ কবে কোথায় কীভাবে হবে এই খেলা ৷ সে কথাই এক্সে (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) জানালেন ইলন মাস্ক ৷ তিনি জানান, মার্ক জুকারবার্গের সঙ্গে প্রস্তাবিত 'কেজ ম্যাচ' হবে ৷ তবে এর আগে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে তাঁর । আর এই টুইট সামনে আসার পরেই শোরগোল পড়ে গিয়েছে ৷ মানুষজন জানতে চাইছে কী খেলা হতে চলেছে মাস্ক ও জুকারবার্গের মধ্যে ৷ 'কেজ ম্যাচ' বিষয়টি বা কী ?

জানা গিয়েছে, ইলন মাস্ক ও মার্ক জুকারবার্গ দু'জনের মুখোমুখি হবেন এবং খাঁচার মত জায়গার মধ্যে তাঁদের মধ্যে লড়াই হবে ৷ সেই খেলার নামই 'কেজ ম্যাচ' ৷ দুই বিলিয়নেয়ার জুনের শেষের দিকে এই খেলা করতে সম্মত হয়েছিলেন । এরপর রবিবার মাস্ক জানান যে লড়াইটি তাঁর সোশাল মিডিয়া সাইট এক্সে লাইভ-স্ট্রিম করা হবে এবং এই খেলা থেকে যে আয় হবে তা প্রবীণদের জন্য একটি দাতব্য সংস্থায় দান করা হবে ।

তাঁর থ্রেডস সোশাল মিডিয়া অ্যাকাউন্টে মার্ক জুকারবার্গ বলেছিলেন, "আমাদের কি আরও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত নয় ৷ যা আসলে দাতব্যের জন্য অর্থ সংগ্রহ করতে পারে?" এরপরে ফের ফেসবুকের মূল সংস্থা মেটা-এর সিইও জানান, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত ৷ 26 অগস্ট তিনি এই লড়াই করার পরামর্শ দিয়েছিলেন যখন প্রথম মাস্ক তাঁকে চ্যালেঞ্জ করেছিলেন ৷ কিন্তু তিনি নিশ্চিত করে জানাননি কবে 'কেজ ম্যাচ' হবে ৷

মার্ক জুকারবার্গ আসলে মিক্সড মার্শাল আর্টে প্রশিক্ষিত এবং এই বছরের শুরুতে তাঁর প্রথম জিউ জিৎসু টুর্নামেন্ট শেষ করার বিষয়ে পোস্ট করেছিলেন ৷ তিনি লেখেন, "আমি এই খেলাটি পছন্দ করি এবং এখানে যাই ঘটুক না কেন যারা প্রশিক্ষণ দেয় তাদের সঙ্গে প্রতিযোগিতা চালিয়ে যাব ৷" রবিবার মাস্ক বলেছিলেন, "ওজন তুলে লড়াইয়ের জন্য প্রশিক্ষণ নিচ্ছি ।" তিনি পরে লড়াইয়ের সময় সম্বন্ধে বলেন, "আমি আগামিকাল আমার ঘাড় এবং পিঠের উপরের অংশে এমআরআই করিয়েছি ৷ লড়াই হওয়ার আগে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে । এই সপ্তাহে তা জানা যাবে ।"

আরও পড়ুন:সানফ্রান্সিসকো শহরের রাতের ঘুম উড়িয়েছে টুইটার সংস্থার 'এক্স' লোগো

এই দু'জনের মধ্যে ব্যক্তিগত লড়াইয়ের কথা জুন থেকে শুরু হয়েছিল ৷ যখন এক্স-এর মালিক ইলন মাস্ক থ্রেডস নিয়ে টুইটে প্রতিক্রিয়া জানিয়েছিলেন ৷ থ্রেডস হল একটি টুইটারের প্রতিদ্বন্দ্বী নতুন সোশাল মিডিয়া সাইট ৷ এই সাইট প্রকাশ করার প্রস্তুতি নিয়ে মেটা সম্পর্কে তিনি টুইট করেছিলেন । তিনি লেখেন, "অন্য কোন বিকল্প ছাড়াই সব সোশাল সাইট একচেটিয়াভাবে জুকের বুড়ো আঙুলের নীচে চলে আসছে ৷ এরপর একজন টুইটার ব্যবহারকারী রসিকতা করে মাস্ককে জুকারবার্গের জিউ জিৎসু প্রশিক্ষণের বিষয়ে সতর্ক করেছিলেন । তখনও মাস্ক উত্তরে লেখেন, "আমি কেজ ম্যাচ খেলতে প্রস্তুত যদি জুকারবার্গ রাজি হন ৷" মাস্ক ভেগাস অক্টাগনের প্রস্তাব দেন । তারপরই জুকারবার্গ মাস্কের এই প্রস্তাবে সম্মতি জানান ৷

ABOUT THE AUTHOR

...view details