ওয়েলিংটন, 16 মার্চ: তুরস্কের পর এবার নিউজিল্য়ান্ড ৷ ফের ভয়াবহ ভূকম্পনের সাক্ষী বিশ্ব ৷ স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউজিল্য়ান্ডের কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় ভূমিকম্প হয়েছে বলে খবর ৷ ইউনাইটেড স্টেটস জিওলজিক্য়াল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেল অনুযায়ী নিউজিল্য়ান্ডের কার্মাডেক দ্বীপপুঞ্জে এদিনের কম্পনের মাত্রা ছিল 7.1 (7.1 Magnitude Earthquake hits New Zealand) ৷
ইউএসজিএস তথ্য় অনুযায়ী, ভূগর্ভের প্রায় 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎসস্থল হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷ এমন পরিস্থিতিতে ভূতাত্ত্বিকরা ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় তিনশ কিলোমিটার ব্যাসার্ধে সুনামির সম্ভাবনা প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল সুনামি ওয়ার্নিং সিস্টেম (টিডব্লিউএস) অনুযায়ী, ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। অবশ্য় মার্কিন ভূতাত্ত্বিকদের মতে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া বা ফিলিপিনসে সুনামির কোনও সম্ভবনা নেই। এখন পরিস্থিতি কোন দিকে যায় তার দিকে সতর্ক দৃষ্টি রাখছে প্রশাসন ।
ইউএসজিএস সূত্রে খবর, ভূগর্ভের খুব গভীরে এই কম্পনের উৎসস্থল নয়। পাশাপাশি কম্পনের মাত্রাও নেহাত কম ছিল না ৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অন্যদিকে, ভূমিকম্পের উৎসস্থল থেকে 300 কিলোমিটার এলাকার মধ্যে সুনামির সতর্কতাও জারি করা হয়েছে বলে খবর ৷ ইন্টারন্যাশনাল সুনামি ওয়ার্নিং সিস্টেম (টিডব্লিউএস)-এর বক্তব্য় অনুযায়ী, ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যদিও দেশের ন্যাশনাল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে যে, সুনামির আর কোনও আশঙ্কা নেই।