ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক (ক্যালিফোর্নিয়া), 14 জুলাই: মার্কিন যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহের সতর্কতা থাকা সত্ত্বেও পর্যটকদের ভিড় কমছে না ক্যালিফোর্নিয়া-নেভাদা সীমান্তের মরুভূমির ল্যান্ডস্কেপে অবস্থিত ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে ৷ এই সপ্তাহে ওই এলাকার তাপমাত্রা ছিল 48.8 ডিগ্রি সেলসিয়াল ৷ এক জার্মান পর্যটক ড্যানিয়েল জুসেহাসের তোলা ছবিতে এই তাপমাত্রা রেকর্ড হওয়ার বিষয়টি উঠে এসেছে ৷ তিনি ওই ছবিটি তোলেন ওই পার্কের ফার্নেস ক্রিক ভিজিটর সেন্টারের বাইরে ৷ সেখানেই রাখা থার্মোমিটারে এই তাপমাত্রা ধরা পড়েছিল ৷
এই সপ্তাহে ওই তাপমাত্রা 54.4 ডিগ্রি সেলসিয়ালে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস রয়েছে ৷ সেই কারণে সকাল 10টার পর বাইরে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের তরফে৷ পূর্বাভাসে বলা হয়েছে, ওই এলাকায় রাতের দিকে তাপমাত্রা 32.2 ডিগ্রির আশপাশে থাকছে ৷ তবে আগামীতে তা আরও বাড়তে পারে ৷ যদিও এই ডেথ ভ্যালিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 56.6 ডিগ্রি সেলসিয়াস ৷ 1913 সালে এই তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৷
এই মরু-পার্কে বছরে অন্তত 1.1 মিলিয়ন পর্যটক যান ৷ সারা বছর সেখানে পর্যটকের সংখ্যা যা থাকে, তার এক পঞ্চমাংশ এই জুন থেকে অগস্টের মধ্যে যান ৷ তাই এই সময় তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে ৷