পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

US Heat Wave: তাপপ্রবাহের সতর্কতা সত্ত্বেও পর্যটকদের ভিড় ডেথ ভ্যালি পার্কে - মার্কিন যুক্তরাষ্ট্র

তাপপ্রবাহের সতর্কতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ তার পরও সেখানকার পর্যটন পার্কগুলিতে ভিড় কমছে না ৷ বিশেষ করে ডেথ ভ্যালি পার্কে মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তার পরও সেখানে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে ৷ তাই তাঁদের জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে ৷

US Heat Wave
US Heat Wave

By

Published : Jul 14, 2023, 12:59 PM IST

ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক (ক্যালিফোর্নিয়া), 14 জুলাই: মার্কিন যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহের সতর্কতা থাকা সত্ত্বেও পর্যটকদের ভিড় কমছে না ক্যালিফোর্নিয়া-নেভাদা সীমান্তের মরুভূমির ল্যান্ডস্কেপে অবস্থিত ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে ৷ এই সপ্তাহে ওই এলাকার তাপমাত্রা ছিল 48.8 ডিগ্রি সেলসিয়াল ৷ এক জার্মান পর্যটক ড্যানিয়েল জুসেহাসের তোলা ছবিতে এই তাপমাত্রা রেকর্ড হওয়ার বিষয়টি উঠে এসেছে ৷ তিনি ওই ছবিটি তোলেন ওই পার্কের ফার্নেস ক্রিক ভিজিটর সেন্টারের বাইরে ৷ সেখানেই রাখা থার্মোমিটারে এই তাপমাত্রা ধরা পড়েছিল ৷

এই সপ্তাহে ওই তাপমাত্রা 54.4 ডিগ্রি সেলসিয়ালে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস রয়েছে ৷ সেই কারণে সকাল 10টার পর বাইরে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের তরফে৷ পূর্বাভাসে বলা হয়েছে, ওই এলাকায় রাতের দিকে তাপমাত্রা 32.2 ডিগ্রির আশপাশে থাকছে ৷ তবে আগামীতে তা আরও বাড়তে পারে ৷ যদিও এই ডেথ ভ্যালিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 56.6 ডিগ্রি সেলসিয়াস ৷ 1913 সালে এই তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৷

এই মরু-পার্কে বছরে অন্তত 1.1 মিলিয়ন পর্যটক যান ৷ সারা বছর সেখানে পর্যটকের সংখ্যা যা থাকে, তার এক পঞ্চমাংশ এই জুন থেকে অগস্টের মধ্যে যান ৷ তাই এই সময় তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে ৷

স্কটল্যান্ডের এডিনবার্গ থেকে আসা এক পর্যটক অ্যালেসিয়া ডেম্পস্টার বলেন, "এখানে খুব গরম । আমি বলতে চাইছি, বিশেষ করে যখন হাওয়া চলাচল করছে, তখন আপনি ভাববেন যে হয়তো আপনি তাপ থেকে কিছুটা স্বস্তি পাবেন ৷ কিন্তু ওই সময় মনে হবে আপনার মুখে এয়ার ব্লো ড্রায়ার দেওয়া হচ্ছে ৷’’

তবে শুধু ডেথ ভ্যালি নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য পার্কগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে উচ্চ তাপমাত্রার জন্য ৷ অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে পর্যটকদের ক্যানিয়নের ভিতরের দিকে থাকতে বলা হয়েছে ৷ কারণ সেখানে তাপমাত্রা সাধারণত বাইরের তাপমাত্রার চেয়ে 20 ডিগ্রি সেলসিয়াস কম হয় ৷

আরও পড়ুন:বাড়তে থাকা তাপপ্রবাহে বড় প্রভাব জলবায়ু ও মানুষের শরীরে, দাবি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণায়

টেক্সাসের বিগ বেন্ড ন্যাশনাল পার্ক এলাকায় তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে ৷ তাই দুপুরের দিকে বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফ থেকে ৷ ন্যাশনাল পার্ক সার্ভিসের মুখপাত্র সিন্থিয়া হার্নান্ডেজ জানিয়েছেন, একেকটা পার্কে একেক রকম পরিস্থিতি ৷ তাই সেই অনুযায়ী সতর্কতার বার্তা দেওয়া হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details