মাদ্রিদ (স্পেন), 14 নভেম্বর: বাড়ি বিক্রির বিজ্ঞাপন তো হামেশাই চোখে পড়ে ৷ তা বলে গোটা গ্রাম বিক্রি (Village for Sale) ! পড়তে অদ্ভুত লাগলেও এটাই সত্যি ৷ সম্পত্তি কেনা-বেচার একটি স্প্যানিশ ওয়েবসাইটে এমনই বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷
ওই গ্রামের নাম সালটো দ্য ক্যাস্ট্রো (Salto de Castro) ৷ স্পেনের (Spain) রাজধানী শহর মাদ্রিদ (Madrid) থেকে প্রায় তিন ঘণ্টা দূরত্বে পর্তুগাল (Portugal) সীমান্ত বরাবর এই গ্রামটি অবস্থিত ৷ সেই গ্রামটিই বিক্রি করে দেওয়ার বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷ দাম 2 লক্ষ 27 হাজার ইউরো ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 2 কোটি 16 লক্ষ টাকা ৷
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কেন এই গ্রাম বিক্রি করা হচ্ছে ? জানা গিয়েছে যে ওই এলাকায় একটি রিজার্ভার রয়েছে ৷ যা 1950 সাল নাগাদ তৈরি হয় ৷ ওই রিজার্ভার তৈরির জন্য যাঁরা সেখানে গিয়েছিলেন, তাঁদের জন্যই ওই গ্রাম তৈরি করা হয় ৷ তাঁরা যাতে পরিবার নিয়ে থাকতে পারেন, সেই ব্যবস্থা করা হয় ৷ শক্তি উৎপাদনকারী একটি সংস্থা ওই কাজ করে ৷