সিনহিয়া দ্বীপ (সংযুক্ত আরব আমিরশাহী), 3 নভেম্বর: খ্রিস্টান মনাস্ট্রির (Christian Monastery) হদিশ মিলল সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) একটি দ্বীপে ৷ বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে ৷ একই সঙ্গে জানানো হয়েছে, এই মনাস্ট্রি যখন তৈরি হয়, তখন আরবে ইসলামের (Islam) প্রচারই আরম্ভ হয়নি ৷
টিমোথি পাওয়ার নামে সংযুক্ত আরব আমিরশাহী বিশ্ববিদ্যালয়ের এক অ্যাসোসিয়েট প্রফেসর ৷ দুবাই (Dubai) থেকে উত্তর পূর্বে পারস্য উপসাগরের দিকে পাওয়া যায় এই মনাস্ট্রি ৷ কার্বন ডেটিং (Carbon Dating) করে দেখা গিয়েছে এই মনাস্ট্রি তৈরি হয়েছে 534 থেকে 656 খ্রীস্টাব্দের মধ্যে ৷ আর প্রফেট মহম্মদের জন্ম 570 খ্রীস্টাব্দে ৷ আর বর্তমান সৌদি আরবের মক্কায় তাঁর মৃত্যু হয় 632 খ্রীস্টাব্দে ৷
বিশেষজ্ঞরা বলছেন যে সংযুক্ত আরব আমিরশাহীর ওই সিনহিয়া দ্বীপে যে মনাস্ট্রি খুঁজে পাওয়া গিয়েছে, তা ইতিহাসের গতিপথ অনেকটাই বদল করে দেবে ৷ এর আগে আমিরশাহীতে একটি মনাস্ট্রি খুঁজে পাওয়া গিয়েছিল ৷ কিন্তু সেটা এত পুরনো ছিল না ৷ তবে এটি প্রায় 1400 বছর আগে তৈরি হয়েছিল ৷ যখন এই মরু অঞ্চলে তেল উত্তোলনের কাজই শুরু হয়নি ৷