পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

China-Pakistan Donkey Trading: পাকিস্তানের থেকে গাধা চাইল চিন, জানাল শেহবাজ-সরকার - পাকিস্তান

চিন, বিশ্বের অন্যতম বড় রফতানিকারক মাংসের বাজার ৷ এ দেশের সঙ্গে পাকিস্তানের বিশেষ সম্পর্কের কথা কারও অজানা নয় ৷ এবার শক্তিশালী এই দেশটি পাকিস্তানের কাছ থেকে গাধা ও কুকুর চেয়েছে (Pakistan to export Donkey and Dogs to China) ৷

Pakistan to export Donkey to China
ETV Bharat

By

Published : Oct 4, 2022, 4:27 PM IST

ইসলামাবাদ, 4 অক্টোবর: গাধা আমদানি করবে চিন ৷ এমন ইচ্ছা প্রকাশ করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশটি, জানিয়েছে পাকিস্তানের একটি সাংবাদিক সংস্থা ৷ প্রকাশিত খবর অনুযায়ী, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রকের আধিকারিকেরা সেনেট স্ট্যান্ডিং কমিটিকে বলেছে, চিন পাকিস্তানের থেকে গাধা আমদানি করতে চায় (China interested in importing Donkey from Pakistan) ৷

বিশ্বে মাংস রফতানির ক্ষেত্রে বড় বাজার চিন (China big market for exporting meat) ৷ স্ট্যান্ডিং কমিটির এক সদস্য দীনেশ কুমার জানান, চিন পাকিস্তানকে গাধার সঙ্গে সঙ্গে কুকুরও পাঠাতে বলেছে ৷ চিনের রাষ্ট্রদূত পাকিস্তানকে বহু বার মাংস রফতানির কথা জানিয়েছে, মনে করিয়ে দেন সেনেটর আবদুল কাদির ৷

এ প্রসঙ্গে সেনেটর মির্জা মহম্মদ আফ্রিদির বক্তব্য, আফগানিস্তানে পশুর দাম তুলনায় কম ৷ তাই পাকিস্তান সেখান থেকে সহজেই পশু পাবে ৷ তারপর সেই পশুদের মাংস চিনে রফতানি করতে পারবে ৷ যদিও এই মুহূর্তে পশুদের মধ্যে লাম্পি স্কিন ডিজিজ নামক এক ধরনের রোগ দেখা দিয়েছে ৷ এতে আফগানিস্তান থেকে পশুর আমদানি সাময়িক বন্ধ রয়েছে ৷

আরও পড়ুন: ভারতে খুলছে না পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট

দেশের পাঁচটি রফতানিকারক ক্ষেত্রে বিদ্যুতের ভরতুকি দেওয়া বন্ধ হয়ে গিয়েছে ৷ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্ট্যান্ডিং কমিটি ৷ এর উত্তরে বাণিজ্য মন্ত্রকের আধিকারিকেরা জানান, দেশের রফতানি ক্ষেত্র একাধিক সমস্যায় জর্জরিত ৷ তাই বিদ্যুতের ভরতুকি দেওয়া যাচ্ছে না ৷ স্ট্যান্ডিং কমিটির প্রস্তাব, যত দ্রুত সম্ভব এর সমাধান করুক সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details