লন্ডন, 7 জুলাই : ব্রিটেনে রাজনৈতিক সংকট চরমে (Political Crisis in UK) ৷ এই পরিস্থিতিতে আজই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (British Prime Minister Boris Jhonson Likely to Resign today) ৷
গত দু’দিন ধরে ব্রিটেনে এই রাজনৈতিক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে ৷ সব মিলিয়ে 50 জন মন্ত্রী পদত্যাগ করেছেন ৷ পুরনোরা তো বটেই, নতুন যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁদের অনেকেই ইস্তফা দিয়েছেন ৷ এই পরিস্থিতিতে পদত্যাগ করা ছাড়া জনসনের কাছে আর কোনও উপায় নেই বলেই মনে করা হচ্ছে ৷
গত তিন বছর ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন বরিস জনসন ৷ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ৷ দুর্নীতির অভিযোগ থাকা সমর্থনদের তিনি বাঁচিয়েছেন বলে অভিযোগ ৷ তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি ব্রিটেনের সংসদকে বিভ্রান্ত করেছেন ৷ করোনাকালে লকডাউন সংক্রান্ত নিয়মও ভেঙেছেন ৷