সানফ্রান্সিসকো, 13 সেপ্টেম্বর: প্রকাশিত হল টেসলা এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্কের জীবনী ৷ যেটি লিখেছেন মার্কিন লেখক ও সাংবাদিক ওয়াল্টার আইজ্যাকসন । এক্সের মালিকের জীবনীতে একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন তিনি ৷ এতে বলা হয়েছে, জীবনের প্রথম দিকে তাঁর বাবার থেকে তীব্র মানসিক আঘাত পেয়েছিলেন মাস্ক ৷ যার ফলস্বরূপ তিনি একাধিক সম্পর্কে জড়ান ৷ ডিভোর্স হয়ে যায় ৷ একাধিক মহিলার সঙ্গে তাঁর অনেক সন্তান রয়েছে ৷
মাস্কের এই জীবনীতে তুলে ধরা হয়েছে তাঁর বংশ বৃদ্ধির বিষয়টিও ৷ জানানো হয়েছে, মাস্ক বারবার অনন্য পারিবারিক পরিকল্পনার মাধ্যমে বিশ্বব্যাপী জনসংখ্যা বাড়ানোর তাঁর ইচ্ছার কথা প্রকাশ করেছেন । এক্সের মালিক গত বছর বলেছিলেন, "নিম্নগামী জন্মহারের কারণে জনসংখ্যার পতন হচ্ছে, যা বিশ্ব উষ্ণায়নের তুলনায় সভ্যতার জন্য অনেক বড় ঝুঁকি ৷" আইজ্যাকসনের বইয়ের নাম 'ইলন মাস্ক' ৷ বইটি বিক্রির জন্য বাজারে এসেছে ৷ এই বইয়ে প্রকাশিত হয়েছে যে, 2022 সালে সঙ্গীতশিল্পী গ্রিমস মাস্কের তৃতীয় সন্তানের জন্ম দেন ৷ যার নাম টেকনো মেকানিকাস ।
বইটিতে আরও বলা হয়েছে, মাস্ক তাঁর নিউরালিংক কোম্পানির শীর্ষ অপারেশন অফিসার শিভন জিলিসের মতো কর্মচারীদের অনেক সন্তান জন্ম দিতে উৎসাহিত করেছিলেন ৷ সিএনএন এমনটাই প্রতিবেদনে তুলে ধরেছে । আইজ্যাকসন লিখেছেন, মাস্ক আশংকা করেছিলেন যে দিনে দিনে কমতে থাকা জন্মহার মানুষের চেতনার দীর্ঘমেয়াদি বৃদ্ধির জন্য হুমকিস্বরূপ ৷ মাস্ক জিলিসকে স্বেচ্ছায় শুক্রাণু দান করতে চান এবং তিনি তা নিতে রাজি হন । এরপর 2021 সালে ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে তাঁর যমজ সন্তান হয় ।