বরিশিঙ্গি (অন্ধ্র প্রদেশ), ৩১ ডিসেম্বর : ইচ্ছা থাকলে মানুষ অসাধ্য সাধন করে । যিনি পক্ষাঘাতগ্রস্ত তিনিও পাহাড়ের উচ্চ শিখরে আরোহণ করেন । অরুণা কথা হয়ত অনেকের অজানা । দরিদ্রের সঙ্গে লড়াই করে জীবন চলে । শত অসুবিধা সত্ত্বেও পেটের ভাত জোগাড় করতে কঠিন পরিশ্রম করতে হয় । পাড়েরু মণ্ডলের বিশাখা জেলার বরিশিঙ্গি । এখানেই থাকেন অরুণা । আট মাসের গর্ভবতী । এই সময়েও কঠিন পরিশ্রম করতে হয়েছিল । পরিবারের জন্য এই অবস্থাতেও তাঁর বিশ্রাম ছিল না । এই সময়েও তাঁকে প্রায় 5 কেজি ওজনের ফুলের ব্যাগ বহন করে 5 কিলোমিটার পথ চলতে হত । কারণ, বাজারে গিয়ে সেই ফুল বিক্রি করতে হবে । ফুল বিক্রির টাকা দিয়ে সংসারের খরচ চালাতে হবে । তাই অরুণার কাছে বিশ্রাম চাওয়া বিলাসিতা মাত্র ।
তাঁর এই লড়াইয়ের কথা তুলে ধরে ETV ভারত । ETV ভারত অরুণার এই অবিশ্বাস্য পরিশ্রম বিশ্বের কাছে পৌঁছে দেয় । খবর পৌঁছায় মহিলা কমিশনেও । সেখানকার সদস্যরা অরুণার সঙ্গে দেখা করেন । বরিশিঙ্গিতে তাঁর (অরুণা) বাড়িতে যান । অরুণার চিকিৎসার ব্যবস্থা করা হয় । প্রসব যন্ত্রণা ওঠার পর অরুণার যাতে বিন্দুমাত্র কোনও কষ্ট না হয়, তার ব্যবস্থা করা হয় । চিকিৎসকদের সঙ্গে কথা বলা হয় । দারিদ্রের সঙ্গে যুঝতে থাকা অরুণার শরীরে রক্তাল্পতা থাকতে পারে, এমন আশঙ্কা থেকে রক্তদানের ব্য়বস্থা করা হয় । যাতে বিন্দুমাত্র কোনও সমস্যায় পড়তে না হয় অরুণাকে, তার সব ব্যবস্থায় করা হয়েছিল ।