লন্ডন, 19 অক্টোবর:ইজরায়েলে পৌঁছেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ৷ বৃহস্পতিবার তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে ৷ 7 অক্টোবর হামাস অতর্কিতে হামলা চালায় ইজরায়েলে ৷ এরপর থেকে ইজরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়েছে ৷ এই পরিস্থিতিতে ইজরায়েলে গিয়ে দেশবাসীর প্রতি সমবেদনা জানাবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ৷
ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, ঋষি সুনক ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের সঙ্গে দেখা করবেন ৷ একটি আন্তর্জাতিক সংবাদসংস্থার দাবি, ঋষি সুনাকের মতে, প্রত্যেক নাগরিকের মৃত্যু একটা দুর্ঘটনা ৷ হামাসের ভয়ঙ্কর হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে ৷ ইজরায়েলে গিয়ে সেখানকার মানুষের প্রতি সমবেদনা জানানো ছাড়াও গাজায় ত্রাণসামগ্রী পৌঁছনোর বিষয়েও কথা বলবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ৷
আমেরিকা-সব বহু দেশের নাগরিক আটকে রয়েছেন গাজা-মিশর সীমান্তে ৷ তাঁদের মধ্যে বিট্রেনের নাগরিকও আছেন ৷ এদিকে গাজায় খাবার, ওষুধ, জলের অভাব দেখা দিয়েছে ৷ আরেকদিকে গাজা-মিশর সীমান্তে অবস্থিত রাফার দরজা খুলছে না মিশর ৷ ফলে মিশর সীমান্তে অপেক্ষা করে রয়েছে ত্রাণসামগ্রী বোঝাই ট্রাক ৷ এই পরিস্থিতিতে গাজায় যাতে ওই ত্রাণ পৌঁছয়, তার জন্য একটি রুট খোলার কথা বলবেন সুনক ৷