পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

প্রেসিডেন্ট বাইডেনের চাপে, মিশরের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে রাজি ইজরায়েল-হামাস - প্যালস্তাইন

11 দিন ধরে ক্রমাগত আক্রমণ প্রতিআক্রমণে বিধ্বস্ত ইজরায়েল, গাজা ৷ রমজান মাসে আল আক্স মসজিদে প্যালেস্তাইন নাগরিকদের আটকায় ইজরায়েলের পুলিশ, উচ্ছেদও করে অনেককে ৷ এ থেকেই সূত্রপাত ৷ 10 মে প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী হঠাৎ রকেট ছোড়ে ইজরায়েলে, স্বভাবতই বোমা বর্ষণ, রকেট ছুড়ে উত্তর দেয় নেতানইয়াহু ৷ আপাতত যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে দু'পক্ষই ৷

যুদ্ধ বন্ধে রাজি ইজরায়েল-হামাস
যুদ্ধ বন্ধে রাজি ইজরায়েল-হামাস

By

Published : May 21, 2021, 10:18 AM IST

নিউদিল্লি, 21 মে : অবশেষে যুদ্ধ শেষ, সমঝোতা করল ইজরায়েল আর গাজার হামাস গোষ্ঠী ৷ শুক্রবার মিশরের মধ্যস্থতায় আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপে 11 দিন ধরে চলতে থাকা বোমা বর্ষণ বন্ধ করতে রাজি হয়েছেন নেতানইয়াহু ৷

বিগত দিনগুলোয় ক্রমান্বয়ে বোমা বর্ষণে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিলেন গাজার প্যালস্তাইন নাগরিকরা ৷ এই সংবাদে স্বস্তি ফিরে আসে যুদ্ধবিধ্বস্ত গাজায়, আনন্দে বাড়ি থেকে রাস্তায় নেমে একে অপরকে আলিঙ্গন করেন নাগরিকরা ৷ মসজিদ থেকে লাউড-স্পিকারে ঘোষণা করা হয়, "জেরুজালেমের তলোয়ার" দখলের লড়াই আটকানো গিয়েছে, জয় হয়েছে ৷"

স্থানীয় সময় রাত দুটোয় (2300 জিএমটি, বৃহস্পতিবার) হামাস গোষ্ঠী এই আক্রমণ বন্ধ করার কথা নিশ্চিত করে ৷ ইজরায়েলের নেতানইয়াহু সরকারও গাজায় আক্রমণ বন্ধে রাজি হয় ৷

আরও পড়ুন : বার্জ ডুবি : পাঁচ দিন পরেও খোঁজ নেই 26 জনের, চলছে উদ্ধারকাজ

ঘটনার সূত্রপাত চিরাচরিত জেরুজালেমের অধিকার নিয়ে ৷ মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস চলার সময় আল-আক্স মসজিদে প্যালেস্তাইনের জনতাকে রুখতে পুলিশের সঙ্গে ঝামেলা বাধে, আর এখান থেকেই শুরু হয় ইজরায়েল-প্যালেস্তাইন আক্রমণ-প্রতিআক্রমণ ৷ 10 মে প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী হামলা চালায় ইজরায়েলের উপর ৷ এরপর নেতানইয়াহু-ও রকেট ছোড়ে, আকাশপথে বোমা বর্ষণ করে গাজায় ৷ এমনকি গাজার নাগরিকরা ইদ উৎসবের খাওয়া দাওয়া স্থগিত রেখেছিলেন ৷ শুক্রবার, এই ঘোষণা পর গাজার সর্বত্র তা পালিত হয় ৷

গাজার স্বাস্থ্য দফতর জানিয়েছে, 65 জন বাচ্চা-সহ 232 জন প্যালেস্তাইন নাগরিক মারা গিয়েছে ৷ আর আহত 1900-রও বেশি ৷

সারা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এই যুদ্ধ বন্ধ করতে অনুরোধ করে দু'পক্ষকেই ৷ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নিজে ইজরায়েলের বেঞ্জামিন নেতানইয়াহুকে বারে বারে বোমা বর্ষণ বন্ধ করতে বলেন ৷ তাঁর চাপে আর মিশর, কাতার আর রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতায় আপাতত স্বস্তি ফিরেছে ৷

ABOUT THE AUTHOR

...view details