বাগদাদ, 12 মার্চ : যৌথ বাহিনী সামরিক ঘাঁটিতে রকেট হানার পালটা জবাব দিল অ্যামেরিকা ৷ গতরাতে ইরাকের স্থানীয় সময় 7 টা 35 মিনিটে অ্যামেরিকা ও ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটিতে 15 টি রকেট হামলা চালানো হয় ৷ ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে ওই হামলায় দুই অ্যামেরিকান ও এক ব্রিটিশ সেনার মৃত্যু হয়েছে বলা জানা যায় ৷ এরপরই ইরাকের জঙ্গিঘাঁটিতে পালটা বিমান হানা করল অ্যামেরিকা ৷
ইরাকে রকেট হানায় মৃত 3 যৌথ বাহিনীর জওয়ান, পালটা বিমান হানা - ইরান
গতরাতে ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে রকেট হানায় প্রাণ হারায় যৌথ বাহিনীর তিন জওয়ান ৷ এরপরই ইরাকের জঙ্গিঘাঁটিতে পালটা বিমান করল অ্যামেরিকা ৷
অ্যামেরিকা ও ব্রিটেনের যৌথ বাহিনীর তরফে জানানো হয়েছে, ইরাকে তাজিতে যৌথ বাহিনীর ঘাঁটিতে 15 টি ছোটো ছোটো রকেট হামলা হয়েছে ৷ টুইট করে দুই অ্যামেরিকান ও এক ব্রিটিশ সেনা জওয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যৌথ বাহিনীর মুখপাত্র মাইলস কগিনস ৷ যদিও ইরাকের প্রশাসনের তরফে ওই রকেট হানায় কোনও হতাহত হয়নি বলে দাবি করা হচ্ছিল ৷
এই রকেট হামলার পরপরই পালটা জবাব দেয় অ্যামেরিকা ৷ গতরাতেই ইরাক-সিরিয়া সীমান্তের কাছে আনবার প্রদেশের এক জঙ্গিঘাঁটিতে এয়্যার স্ট্রাইক চালায় অ্যামেরিকা ৷ তবে এয়্যার স্ট্রাইকে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর জানা যায়নি ৷