পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 4, 2022, 9:41 AM IST

Updated : Feb 4, 2022, 10:22 AM IST

ETV Bharat / international

IS Leader Killed in Syria : মার্কিন বাহিনীর হানা, ধরা পড়ার আগেই সপরিবারে আত্মঘাতী আইএস প্রধান

সিরিয়ায় খতম হয়েছে আইএস নেতা ৷ মার্কিন বাহিনী হানা দিতেই সপরিবারে আত্মঘাতী হয়েছে ওই আইএস নেতা ৷ এই ঘটনাকে মার্কিন বাহিনীর সাফল্য হিসাবে ব্যাখ্যা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden on IS Leader Killed in Syria) ৷

ISIS Chief Killed
সপরিবারে আত্মঘাতী আইএস প্রধান

সিরিয়া, 4 ফেব্রুয়ারি : খতম জঙ্গি সংগঠন আইএস-এর প্রধান (IS Leader Killed) আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশি (Abu Ibrahim al-Hashimi al-Qurayshi) ৷ জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে উত্তর-পশ্চিম সিরিয়ার ইডলিব প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযান চালায় মার্কিন সেনা ৷ আইএস প্রধানের বাড়ির দখল নেয় মার্কিন সেনা ৷ মার্কিন বাহিনীর হাতে ধরা পড়ার আগেই বিস্ফোরণ ঘটিয়ে সপরিবারে আত্মঘাতী হন আইএস প্রধান ৷ সিরিয়ার উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, ওই বাড়ি থেকে মোট 13 জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে ৷ তাদের মধ্যে রয়েছে 6 শিশু ও চার মহিলার দেহ ৷

এই ঘটনার পর বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, মার্কিন সেনার হাত ধরেই এই সাফল্য এসেছে ৷ আইএস প্রধানের মৃত্যু নিয়ে একাধিক টুইটও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ সেখানে তিনি লিখেছেন, "আমার নির্দেশে গত রাতে মার্কিন সেনা সফল সন্ত্রাসবিরোধী অভিযান চালায় ৷ আমাদের বাহিনীর সাহসিকতাকে কুর্নিশ ৷ আমরা আইসিস প্রধান আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশিকে খতম করেছি ৷" অন্য আরেকটি টুইটে আইএস প্রধানকে গোটা বিশ্বের পক্ষে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট বাইডেন ৷

2019 সালের অক্টোবরে এই এলাকাতেই মার্কিন সেনার হানায় মৃত্য হয়েছিল তৎকালীন আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির ৷ এরপরেই ওই বছর 31 অক্টোবর সিরিয়ার এই জঙ্গি সংগঠনের মাথায় আসেন আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশি ৷

আরও পড়ুন : আরও মারাত্মক করোনা ভাইরাস নিওকোভের সন্ধান দিল উহান বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে ঘটনার যে বিবরণ পাওয়া গিয়েছে, সেখানে বলা হয়েছে, এই অভিযানে অংশ নিয়েছিল মার্কিন সেনার স্পেশাল ফোর্স ৷ হেলিকপ্টারে করে আইএস প্রধানের বাড়ির কাছে নামে বাহিনী ৷ সেখানে আইএস প্রধানের নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রায় 2 ঘণ্টা ধরে গুলির লড়াই চলে মার্কিন বাহিনীর ৷ স্থানীয়রা বিস্ফোরণের কথাও জানিয়েছেন ৷ জানা গিয়েছে, দোতলা একটি বাড়িতে থাকতেন আইএস প্রধান ৷ আর তিনি বিস্ফোরণটি ঘটান দোতলার একটি ঘরে ৷ তার জেরে প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে বাড়ির উপরের তলাটি ৷ সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থলের যেসব ছবি ভাইরাল হয়েছে সেখানেও স্পষ্ট বাড়ির দেওয়াল ও মেঝেতে রক্তের দাগ ৷

আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশি গত প্রায় দু'বছর ধরে নিজেকে লুকিয়ে রেখেছিলেন ৷ প্রকাশ্যে তাঁকে প্রায় দেখাই যেত না ৷ কোনও অডিয়ো বা ভিডিয়ো বার্তাতেও তাঁকে সেভাবে নিজের বক্তব্য তুলে ধরতে দেখা যায়নি ৷

Last Updated : Feb 4, 2022, 10:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details