পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Blinken to Taliban : আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে হবে, তালিবানকে কড়া বার্তা মার্কিন বিদেশ সচিবের - সিরাজউদ্দিন হাক্কানি

তালিবান যদি আন্তর্জাতিক মহলের স্বীকৃতি ও সহযোগিতা চায়, তবে তাদের তা অর্জন করতে হবে ৷ জার্মানির ব়্যামস্টিনে আয়োজিত বৈঠকে একথা সাফ জানালেন মার্কিন বিদেশ সচিব অ্য়ান্টনি ব্লিনকেন ৷ বৈঠকে উপস্থিত ছিলেন জার্মানির বিদেশ সচবিও ৷ ভার্চুয়ালি বৈঠকে যোগদান করেন ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা ৷ ছিলেন 22টি দেশের আধিকারিকরাও ৷

Blinken to Taliban : Any legitimacy ''will have to be earned''
Blinken to Taliban : তালিবানকে আন্তর্জাতিক স্বীকৃতি ও সহযোগিতা অর্জন করতে হবে, সাফ জানালেন মার্কিন বিদেশ সচিব

By

Published : Sep 9, 2021, 2:45 PM IST

ব়্যামস্টিন (জার্মানি), 9 সেপ্টেম্বর : আন্তর্জাতিক মহলের সমর্থন ও স্বীকৃতি পেতে গেলে তালিবানকে (Taliban) ‘‘তা অর্জন করতে হবে’’ ৷ এমনটাই মত মার্কিন বিদেশ সচিব অ্য়ান্টনি ব্লিনকেনের (Antony Blinken) ৷ গত মঙ্গলবার আফগানিস্তানে (Afghanistan) নয়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তালিবান ৷ তাতে রয়েছেন জঙ্গি তালিকায় থাকা একাধিক ব্যক্তিও ৷ যা চিন্তা বাড়িয়েছে অন্য়ান্য দেশের ৷ এই প্রেক্ষাপটে মার্কিন বিদেশ সচিবের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ বুধবার জার্মানির ব়্যামস্টিনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে জার্মান বিদেশ সচিবের সঙ্গে দেখা করেন ব্লিনকেন ৷ উল্লেখ্য, তালিবানের অভ্যুত্থানের পর আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনীর অপসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই বিমান ঘাঁটি ৷ মূলত এখান থেকেই দেশের ফেরার বিমানে সওয়ার হন আমেরিকার সেনারা ৷

আরও পড়ুন :Taliban: মহিলাদের বিক্ষোভ কভার করায় আফগান সাংবাদিকদের নৃশংস মার তালিবানের

ব়্যামস্টিন বিমান ঘাঁটি থেকেই ওই দিন 22টি দেশের প্রতিনিধিদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন মার্কিন ও জার্মান বিদেশ সচিব ৷ বৈঠকে যোগ দেন ন্যাটো (NATO), ইউরোপীয় ইউনিয়ন (European Union) এবং রাষ্ট্রসংঘের (United Nations) প্রতিনিধিরাও ৷ বৈঠকে ব্লিনকেন বলেন, ‘‘আফগানিস্তানের নয়া সরকার কোনও নীতি মেনে হয়নি ৷ এবং সেখানে যাঁদের ঠাঁই দেওয়া হয়েছে, সেই সব ব্যক্তির অতীত যথেষ্ট উদ্বেগজনক ৷’’ নয়া আফগান সরকারের মাথায় যাঁদের বসানো হয়েছে, তাঁরা প্রায় সকলেই তালিবানের প্রথম সারির চরমপন্থী নেতা ৷ 1990 সাল থেকেই এই ধরনের চরম পন্থার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা ৷ এবং গত 20 বছর ধরে এঁরাই আমেরিকার নেতৃত্বাধীন জোট শক্তির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গিয়েছেন ৷ অর্থাৎ, আমেরিকা যে আফগানিস্তানে তালিবানের উত্থানে যথেষ্ট উদ্বিগ্ন, ব্লিনকেনের কথা থেকেই তা স্পষ্ট ৷

ওয়াকিবহাল মহল মনে করছে, আফগানিস্তানের অর্থনীতিকে চাঙ্গা রাখতে হলে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া তালিবানের চলবে না ৷ কিন্তু, প্রাথমিকভাবে মনে হচ্ছে, বিশ্বের অধিকাংশ দেশই সেই বিষয়ে আগ্রহী নয় ৷ লক্ষ্যণীয় বিষয় হল, তালিবানের অন্তর্বর্তীকালীন সরকারে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে সিরাজউদ্দিন হাক্কানিকে (Sirajuddin Haqqani) ৷ যিনি হাক্কানি নেটওয়ার্কের মাথা ! মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর (FBI) মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম থাকা সিরাজউদ্দিনই এখন আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী ৷ তালিবানের এমন পদক্ষেপ ভাবাচ্ছে বাইডেন প্রশাসনকে ৷

আরও পড়ুন :Afghanistan : তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য তাড়াহুড়ো নয় : হোয়াইট হাউস

এদিকে, সরকার গঠনের কথা ঘোষণার পরই শূন্যে গুলি চালিয়ে উৎসব পালন করতে দেখা যায় তালিবানকে ৷ কাবুলে বন্দুকের ভয় দেখিয়ে হঠিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের ৷ বহু সাংবাদিককে গ্রেফতার করা হয় ৷ চরমপন্থীদের এমন আচরণে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল ৷ এই প্রসঙ্গ উল্লেখ করে ব্লিনকেনের বক্তব্য, ‘‘তালিবান আন্তর্জাতিক মহলের সমর্থন ও স্বীকৃতি চাইছে ৷ কিন্তু তা তাদের অর্জন করতে হবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details