পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 12, 2021, 10:43 PM IST

ETV Bharat / international

Afghanistan : হেরাট, গজনি দখল তালিবানের ; ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের

ক্রমেই তালিবানদের যেন মুখপত্র হয়ে উঠেছে ইসলামাবাদ । তালিবান-পাকিস্তান অক্ষ এখন বহির্বিশ্বের কাছে বোধগম্য হয়ে উঠছে ৷ সম্ভবত চিনও এই তালিকায় পড়বে ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বক্তব্যে তালিবানদের উদ্ধৃত করে বলা হয়েছে, আশরাফ গনি (Asharaf Ghani) দেশের যতদিন রাষ্ট্রপতি থাকছেন তারা আফগানিস্তান সরকারের সঙ্গে কথা বলবে না ।

তালিবানদের ক্ষমতা ভাগাভাগি চুক্তির প্রস্তাব আফগান সরকারের
তালিবানদের ক্ষমতা ভাগাভাগি চুক্তির প্রস্তাব আফগান সরকারের

কাবুল, 12 অগস্ট : তালিবানরা আফগানিস্তানের দশটি প্রদেশ দখল করেছে ৷ গজনিও তাদের দখলে ৷ রাজধানী কাবুল থেকে 150 কিলোমিটার দূরের এই শহর বৃহস্পতিবারই কব্জা করেছে তারা ৷ ইতিমধ্যেই তালিবানদের দখলে দেশের প্রায় 65 শতাংশ প্রদেশ ৷ দেশের তৃতীয় বৃহৎ শহর হেরাটও তাদের দখলে চলে গেছে ৷ এই অবস্থায় ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিল আফগান সরকার ৷ তালিবানরা নির্মমভাবে প্রদেশ ও শহরগুলিকে তাদের খামারে পরিণত করছে ৷ বিশেষজ্ঞদের মতে, সেই দিন বেশি দূরে নয়, যখন তালিবানরা কাবুল জয় করবে । তার প্রেক্ষিতেই সরকারের এই প্রস্তাব ৷

তালিবানদের সৌজন্যে দেশে হিংসা ভয়াবহ আকার নিয়েছে ৷ তালিবান বাহিনী ইতিমধ্যেই সার-ই-পোল, শেবারঘান, আইবাক, কুন্দুজ, তালুকান, পুল-ই-খুমরি, ফারাহ, জারঞ্জ, ফৈজাবাদ এবং অতি সম্প্রতি গজনি এবং হেরাট দখল করেছে । সন্ত্রাসী এই গোষ্ঠী দেশের একাধিক এলাকা দখল করার পর লুটপাট এবং নির্দ্বিধায় হত্যালীলা চালাচ্ছে ৷

আফগান বাহিনী এবং তালিবানদের মধ্যে লড়াইয়ের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এদিন বলা চলে একটি বোমা নিক্ষেপ করেছেন ৷ ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, আশরাফ গনি (Asharaf Ghani) যতদিন আফগানিস্তানের প্রেসিডেন্ট থাকবেন তালিবানরা আফগানিস্তান সরকারের সঙ্গে কথা বলবে না । তাঁকে বলতে শোনা যায়, "তিন থেকে চার মাস আগে যখন তারা (তালিবানরা) এখানে এসেছিল... আমি তাদের রাজি করানোর চেষ্টা করেছি ৷ তাদের শর্ত হল, 'যতদিন আশরাফ গনি থাকবেন ততক্ষণ আমরা (তালেবান) তাদের সঙ্গে (আফগান সরকার) কথা বলব না ।"

ইমরান খানের এমন মন্তব্যের পর বিশেষজ্ঞরা মনে করছেন, আফগানিস্তানে এই পরিস্থিতির নিষ্পত্তি হওয়া কঠিন ৷

গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন এবং তালিবানদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ৷ তারপর আমেরিকা বাগ্রাম বিমান ঘাঁটি থেকে সৈন্য প্রত্যাহার করে ৷ তবে তার সঙ্গে সঙ্গেই তালিবান বাহিনী জোরালো আক্রমণ করে আফগানিস্তানের উপর ৷ আফগানিস্তানে তালিবানদের এই বাড়বাড়ন্তে সাহায্য করার জন্য কাবুল ইসলামাবাদের সমালোচনা করছে ৷ তালিবানদের সহায়ক বলে পাকিস্তানকে দায়ীও করেছে ।

এদিকে আফগানিস্তানের শান্তি আলোচনায় যোগ দিচ্ছে ভারত ৷ এর জন্য দোহায় পৌঁছেছেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব জেপি সিং ৷ দোহায় ওই বৈঠকে অংশ নেবেন কাতার সহ একাধিক দেশের প্রতিনিধি ৷ বৈঠকে আফগানিস্তানকে আন্তর্জাতিক সাহায্য করা নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ৷

আরও পড়ুন : Taliban Attack : আফগানিস্তানের মালিস্তানে 43 জন সাধারণ নাগরিককে হত্যা করল তালিবানরা

ABOUT THE AUTHOR

...view details