কাবুল, 12 অগস্ট : তালিবানরা আফগানিস্তানের দশটি প্রদেশ দখল করেছে ৷ গজনিও তাদের দখলে ৷ রাজধানী কাবুল থেকে 150 কিলোমিটার দূরের এই শহর বৃহস্পতিবারই কব্জা করেছে তারা ৷ ইতিমধ্যেই তালিবানদের দখলে দেশের প্রায় 65 শতাংশ প্রদেশ ৷ দেশের তৃতীয় বৃহৎ শহর হেরাটও তাদের দখলে চলে গেছে ৷ এই অবস্থায় ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিল আফগান সরকার ৷ তালিবানরা নির্মমভাবে প্রদেশ ও শহরগুলিকে তাদের খামারে পরিণত করছে ৷ বিশেষজ্ঞদের মতে, সেই দিন বেশি দূরে নয়, যখন তালিবানরা কাবুল জয় করবে । তার প্রেক্ষিতেই সরকারের এই প্রস্তাব ৷
তালিবানদের সৌজন্যে দেশে হিংসা ভয়াবহ আকার নিয়েছে ৷ তালিবান বাহিনী ইতিমধ্যেই সার-ই-পোল, শেবারঘান, আইবাক, কুন্দুজ, তালুকান, পুল-ই-খুমরি, ফারাহ, জারঞ্জ, ফৈজাবাদ এবং অতি সম্প্রতি গজনি এবং হেরাট দখল করেছে । সন্ত্রাসী এই গোষ্ঠী দেশের একাধিক এলাকা দখল করার পর লুটপাট এবং নির্দ্বিধায় হত্যালীলা চালাচ্ছে ৷
আফগান বাহিনী এবং তালিবানদের মধ্যে লড়াইয়ের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এদিন বলা চলে একটি বোমা নিক্ষেপ করেছেন ৷ ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, আশরাফ গনি (Asharaf Ghani) যতদিন আফগানিস্তানের প্রেসিডেন্ট থাকবেন তালিবানরা আফগানিস্তান সরকারের সঙ্গে কথা বলবে না । তাঁকে বলতে শোনা যায়, "তিন থেকে চার মাস আগে যখন তারা (তালিবানরা) এখানে এসেছিল... আমি তাদের রাজি করানোর চেষ্টা করেছি ৷ তাদের শর্ত হল, 'যতদিন আশরাফ গনি থাকবেন ততক্ষণ আমরা (তালেবান) তাদের সঙ্গে (আফগান সরকার) কথা বলব না ।"