ওয়াশিংটন, 10 মার্চ:রাশিয়া ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করতে পারে (Russia may use chemical weapons) প্রকাশ্যে এমনই আশঙ্কা প্রকাশ করে সতর্ক করল আমেরিকা (White House warns Russia may use chemical weapons in Ukraine) ৷ তবে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র তৈরি হয় বলে রাশিয়া যে অভিযোগ করেছে, তা খারিজ করে দিয়েছে জো বাইডেন প্রশাসন ৷
রাশিয়ার (Us warns Russia use chemical weapons in Ukraine) বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা চলতি সপ্তাহে কোনও তথ্য-প্রমাণ পেশ না করেই অভিযোগ করেছিলেন যে, ইউক্রেন তার ভূখণ্ডের গবেষণাগারে রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরি করছে ৷ আর এব্যাপারে তাদের সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ এই অভিযোগ খারিজ করে দিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই দাবি করছে রাশিয়া ৷ তারা নিজেরাই ইউক্রেনে বিরাট আকারে ধ্বংসলীলা চালানোর জন্য এ ধরনের অস্ত্র ব্যবহারের (Russia may use chemical weapons) আগে এ ভাবেই জমি তৈরি করছে বলে অভিযোগ করেছে আমেরিকা ৷
আরও পড়ুন:Coimbatore Youth Joins Ukrainian Force : রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বাহিনীতে কোয়েম্বাটোরের সাই নিকেশ