প্যারিস, 6 জুলাই : কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ সুস্থও হয়েছেন ৷ কিন্তু , এরপর থেকেই এক নাম না জানা শারীরিক ও মানসিক অত্যাচার আপনাকে ভুগতে হচ্ছে ৷ গন্ধ পাচ্ছেন না কিছুরই ৷ হারিয়ে ফেলেছেন ঘ্রাণশক্তি ৷ গবেষণা বলছে, কোরোনায় সুস্থ হয়ে গেলেও দীর্ঘমেয়াদি ঘ্রাণশক্তি হারাতে পারেন ৷ কোরোনা যুদ্ধে জিতেও বিশ্বের অনেকেই এই অক্ষমতার শিকার ৷ এ এক অদ্ভুত প্রতিবন্ধকতা ৷
বিশ্বব্যাপী চলছে কোরোনা প্যানডেমিক ৷ ইতিমধ্যেই মারা গেছে বিশ্বের বহু মানুষ ৷ কোরোনা সংক্রমণ রুখতে তৎপর ওষুধ তৈরির সংস্থাগুলি ৷ এখনও পর্যন্ত এই রোগের উপসর্গ হল অনেকটা নিউমোনিয়ার মতো - জ্বর , সর্দি, কাশি ৷ তবে এছাড়াও আপনি দীর্ঘদিনের জন্য হারাতে পারেন ঘ্রাণশক্তি ৷ গবেষণায় দেখা গেছে, কোরোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরও ঘ্রাণশক্তি হারিয়েছেন অনেকেই ৷
অ্যানসমিয়া, ঘ্রাণের ক্ষমতা হারানো ৷ শারীরিকভাবে চোখে দেখা না গেলেও ৷ এই সমস্যা নিয়ে বাঁচা কষ্টকর ৷ আর এই রোগের নেই কোনও ওষুধ ৷ এমনই তথ্য উঠে এসেছে গবেষণা থেকে ৷ বললেন জিন মিশেল মাইলার্ড ৷ তিনি anosmie.org নামের একটি ফ্রেঞ্চ সংগঠনের প্রেসিডেন্ট ৷ তিনি বলেন, " অ্যানসমিয়া , জীবন থেকে সব গন্ধ , ঘ্রাণ মুছে ফেলে ৷ আপনি যখন বুঝতে পারবেন , সকালে উঠে প্রথম কফির গন্ধ আর পাচ্ছেন না কিংবা স্নানের সময় সুগন্ধি সাবানের গন্ধ আর পাচ্ছেন না ৷ শুধুমাত্র জীবনের ভালো কিছু মূহুর্তই নয়, পড়তে পারেন কোনও মারাত্মক পরিস্থিতর মধ্যেও ৷ কারণ অ্যানসমিয়ায় আক্রান্তরা পান না আগুনের ধোঁয়ার গন্ধ বা গ্যাস লিকের গন্ধ কিংবা আবর্জনার গন্ধ ৷ এটা একটা অত্যাচার ৷ "
হাসপাতাল ফাউন্ডেশন রথসচাইল্ডের এক ENT বিশেষজ্ঞ অ্যালান করে বলেন, ঘ্রাণশক্তি হারালে খাওয়ার অভ্যাসেও পরিবর্তন হয় ৷ কারণ , আমরা খাবার খাওয়ার আগে গন্ধ শুকে খাবার কতটা সুস্বাদু তা বুঝতে পারি ৷ তবে, শুধুমাত্র কোরোনাই নয়, অ্যানসমিয়া হতে পারে নানা রোগ থেকে ৷ যেমন - ন্যাসাল পলিপস, ক্রনিক রিহনিটিস, ডায়াবেটিস , অ্যালজ়েইমারস ও পারকিনসনস ৷ এর লিস্টে এবার যুক্ত হয়েছে কোরোনা সংক্রমণও ৷ গবেষণায় দেখা গেছে, যখন মানুষ তাদের ঘ্রাণশক্তি হারায় , আর তা কোনওভাবেই ফিরে পায় না ৷ তখন তাদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায় ৷ তাদের কাছে জীবনের মূল্য কমে যায় ৷ কখনও মানুষকে ভুগতে দেখা যায় অবসাদে ৷ সমস্যা তখনও হয়, যখন এই সমস্যা চলতেই থাকে ৷