পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Vaccine for Children : পরীক্ষা শেষ, শিশুদের জন্য নাজ়াল স্প্রে ভ্যাকসিন আনছে রাশিয়া

সম্প্রতি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে বিজ্ঞানী আলেকজ়েন্ডার গিনসবার্গ জানান, বিশেষভাবে ছোটদের জন্য তৈরি করা এই ভ্যাকসিন দেওয়া শুরু করা যেতে পারে 15 সেপ্টেম্বর থেকে ৷

russia will launch covid-19-vaccine-as-nasal-spray-for-children
russia will launch covid-19-vaccine-as-nasal-spray-for-children

By

Published : Jun 14, 2021, 10:30 AM IST

Updated : Jun 14, 2021, 10:45 AM IST

মস্কো, 14 জুন : 8 থেকে 12 বছরের শিশুদের জন্য করোনার নাজ়াল স্প্রে ভ্যাকসিন (Nasal spray Vaccine for Children's) আনতে চলেছে রাশিয়া (Russia) ৷ ইতিমধ্যে এই ভ্যাকসিনের পরীক্ষানিরীক্ষা শেষ হয়েছে ৷ আগামী সেপ্টেম্বরে এই ভ্যাকসিন বাজারে আনতে চলেছে রাশিয়া ৷ শনিবার স্পুটনিক ভি (Sputnik V) ভ্যাকসিন আবিষ্কার করেছেন যাঁরা, সেই বিজ্ঞানিরা জানান একথা ৷

স্পুটনিক ভি-র আবিষ্কারক সংস্থা গামালিয়া ইন্সটিউটের (Gamaleya Institute) শীর্ষ বিজ্ঞানী আলেকজ়েন্ডার গিনসবার্গ (Alexander Gintsburg) জানান, ইঞ্জেকশনের বদলে শিশুদের নাকে করোনার স্প্রে ভ্যাকসিন দেওয়া হবে ৷

সম্প্রতি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে গিনসবার্গ জানান, বিশেষভাবে ছোটদের জন্য তৈরি করা এই ভ্যাকসিন দেওয়া শুরু করা যেতে পারে 15 সেপ্টেম্বর থেকে ৷

আরও পড়ুন: হাতে 1.29 কোটি ডোজ, ব্যবহার হয়েছে মাত্র 22 লাখ !

একটি সংবাদ মাধ্যমকে আলেকজ়েন্ডার গিনসবার্গ জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে 8 ও 12 বছরের শিশুদের নাজ়াল স্প্রে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি ৷ এমনকি জ্বরও আসেনি ৷

গিনসবার্গ বলেন, ‘‘আমরা ছোটদের নাসারন্ধ্র মারফৎ ভ্যাকসিন দিয়েছি ৷ একই ভ্যাকসিন, এটি কেবল নাজ়াল স্প্রে ৷’’

Last Updated : Jun 14, 2021, 10:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details