লন্ডন, 30 এপ্রিল :সাম্প্রতিক একটি সমীক্ষা চিন্তা বাড়াল 40 বছরের কম বয়সীদের ৷ তথ্য বলছে, 40-এর নীচে যাঁদের বয়স, তাঁদের দেহের ওজন স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি হলেও শরীরে বাসা বাঁধতে পারে কোভিড ভাইরাসের প্রাণঘাতী প্রতিরূপ ৷
এই সমীক্ষার উদ্দেশ্য ছিল, কাদের কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, তা চিহ্নিত করা ৷ এক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা, জাতিগত তারতম্য-সহ অন্যান্য বিভিন্ন বিষয়কে বিবেচনার মধ্যে আনা হয়েছে ৷ গত বৃহস্পতিবার সেই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয় ৷ তাতে বলা হয়েছে, অল্প বয়সীদের মধ্যে যাঁরা অপেক্ষাকৃত মোটা, তাঁরা করোনায় আক্রান্ত হলে ঝুঁকি অনেকটাই বেশি ৷
করোনা আবহে বিশ্বের বিভিন্ন দেশকেই বিভিন্ন সময়ে লকডাউনের সিদ্ধান্ত নিতে হয়েছে ৷ মৃত্য়ুর পরিসংখ্যান বিশ্লেষণ করতে গিয়ে দেখা গিয়েছে, করোনায় মৃতদের অনেকেরই দেহের ওজন স্বাভাবিকের থেকে বেশি ৷ কিন্তু তারপরও মোটাদের ক্ষেত্রে করোনা যে অনেক বেশি প্রাণঘাতী, এমন তত্ত্ব মানতে রাজি নন বহু বিশেষজ্ঞ ৷ সেই প্রেক্ষাপটেই নতুন এই সমীক্ষা চালান হয় ৷ তাতেই উঠে আসে নয়া তথ্য ৷