লন্ডন, ৩০ মার্চ : দ্বিতীয়বার জামিনের আবেদন খারিজ হল নীরব মোদির। পোষ্যর খেয়াল রাখার জন্য নীরবের জামিনের জন্য আবেদন জানান তাঁর আইনজীবীরা। অবশ্য ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে সেই আবেদন খারিজ করে দেন। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ২৬ এপ্রিল। সেদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানি হওয়ার কথা। নীরব মামলার শুনানির জন্য লন্ডনে রয়েছে ED ও CBI-এর একটি দল।
ভারতের তদন্তকারী সংস্থার পক্ষের আইনজীবী টবি ক্যাডম্যান অবশ্য অভিযোগ করেন, জামিন পেলে নীরব অন্যত্র পালিয়ে যেতে পারেন। তথ্যপ্রমাণ লোপাটও করতে পারেন। পাশাপাশি তিনি আদালতে আরও জানান, ভারতীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করছেন না নীরব।