পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

পোষ্যর দোহাই দিয়ে জামিনের আবেদন নীরব মোদির - bail appeal

দ্বিতীয়বার জামিনের আবেদন খারিজ হল নীরব মোদির। পোষ্যর খেয়াল রাখার জন্য নীরবের জামিনের জন্য আবেদন জানান তাঁর আইনজীবীরা। অবশ্য ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে সেই আবেদন খারিজ করে দেন।

নীরব মোদি

By

Published : Mar 30, 2019, 6:08 PM IST

Updated : Mar 30, 2019, 7:03 PM IST

লন্ডন, ৩০ মার্চ : দ্বিতীয়বার জামিনের আবেদন খারিজ হল নীরব মোদির। পোষ্যর খেয়াল রাখার জন্য নীরবের জামিনের জন্য আবেদন জানান তাঁর আইনজীবীরা। অবশ্য ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে সেই আবেদন খারিজ করে দেন। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ২৬ এপ্রিল। সেদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানি হওয়ার কথা। নীরব মামলার শুনানির জন্য লন্ডনে রয়েছে ED ও CBI-এর একটি দল।

ভারতের তদন্তকারী সংস্থার পক্ষের আইনজীবী টবি ক্যাডম্যান অবশ্য অভিযোগ করেন, জামিন পেলে নীরব অন্যত্র পালিয়ে যেতে পারেন। তথ্যপ্রমাণ লোপাটও করতে পারেন। পাশাপাশি তিনি আদালতে আরও জানান, ভারতীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করছেন না নীরব।

পালটা যুক্তি দেন নীরবের আইনজীবী। তিনি জানান, তাঁর মক্কেল ২০১৮ সালের জানুয়ারি থেকে ব্রিটেনে রয়েছেন। ব্রিটেনে স্বাধীনভাবে বসবাস করেছেন নীরব এবং তিনি আত্মগোপনের চেষ্টা করেননি।

উল্লেখ্য, লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে এর আগেও নীরবের জামিন খারিজ হয়ে যায়। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত নীরব ভারত ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে গিয়েছেন। সেখানে তাকে গ্রেপ্তার করা হয়।

Last Updated : Mar 30, 2019, 7:03 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details