লন্ডন, 4 সেপ্টেম্বর : কাশ্মীর ইশু নিয়ে আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার কোণঠাসা হয়েছে পাকিস্তান । এবার, লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে কাশ্মীর নিয়ে বিক্ষোভ দেখাল পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের একাংশ । বিক্ষোভ হিংসার রূপ নেয় ৷ বিক্ষোভকারীদের ছোড়া পাথরে ভারতীয় দূতাবাসের জানালার কাচ ভাঙে ৷
গতকাল লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে জমায়েত হয় পাকিস্তানি বংশোদ্ভূত প্রায় 10 হাজার ব্রিটিশ নাগরিক । শুরু হয় বিক্ষোভ । পাথর ছুড়ে দূতাবাসের জানালার কাচ ভেঙে দেওয়া হয় । ছোড়া হয় ডিম, টম্যাটো, জুতো, পাথর, স্মোক বোমা, বোতল । লন্ডনে ভারতীয় দূতাবাসের তরফে ক্ষয়ক্ষতির ছবি টুইট করা হয় ।
এঘটনার তীব্র নিন্দা করেন লন্ডনের মেয়র সাদিক খান (পাকিস্তানি বংশোদ্ভূত) । টুইট করেন, "এই আচরণ অপ্রত্যাশিত, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি ।"
তবে, এই প্রথম নয় ৷ চলতি বছরের 15 অগাস্ট লন্ডনে এই একই ইশুতে বিরোধিতা করেছিল পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের একাংশ । খালিস্তানি ও কাশ্মীরি পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় তারা । বিক্ষোভের মূল লক্ষ্য ছিল ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা । যারা ওই দিন স্বাধীনতা দিবস পালন করছিলেন ।
এই সংক্রান্ত খবর :মালদ্বীপে কাশ্মীর প্রসঙ্গ তুলে কোণঠাসা পাকিস্তান
জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই উত্তপ্ত হয় ভারত-পাকিস্তান সম্পর্ক । এর বিরোধিতা করে রাষ্ট্রসংঘেও যায় ইসলামাবাদ । যদিও, প্রথম থেকে ভারত বলে আসছে, এটা দেশের অভ্যন্তরীণ বিষয় । নিরাপত্তা পরিষদের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ তুলে কোণঠাসা হতে হয়েছে পাকিস্তানকে । মালদ্বীপে দক্ষিণ এশিয়ার দেশগুলির স্পিকারদের সম্মেলনেও এপ্রসঙ্গ তুলে ভারতের কড়া জবাব পেয়েছে পাকিস্তান ।