লন্ডন, ১০ মার্চ : পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI মদতপুষ্ট খালিস্তানপন্থীদের সঙ্গে প্রবাসী ভারতীয়দের একাংশের হাতাহাতি হল। গতকাল ঘটনাটি ঘটে লন্ডনে ভারতের হাইকমিশনের সামনে। এই ঘটনায় প্রথমে একজনকে গ্রেপ্তার করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওভারসিজ় পাকিস্তানি ওয়েলফেয়ার কাউন্সিল এবং শিখ ফর জাস্টিস-এর মতো কয়েকটি সংগঠন লন্ডনে গতকাল ভারতের হাইকমিশনের অফিসের সামনে ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল। সেখানে গিয়ে এরপর পালটা পাকিস্তান বিরোধী ও নরেন্দ্র মোদির হয়ে স্লোগান দিতে শুরু করেন ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সোসাইটির সদস্যরা। এরপর দুইপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।