লন্ডন, 4জুন : ব্রিটেনের নেতৃত্বে ভার্চুয়াল গ্লোবাল ভ্যাক্সিন সামিটে অংশ নেবে ভারত । বিশ্বের 50টির বেশি দেশ এই সামিটে অংশ নেবে । ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এটির দায়িত্বে রয়েছেন ।
সম্মেলনের আয়োজকদের তরফে জানানো হয়েছে, ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা কোনও উচ্চপদস্থ ব্যক্তি লাইভ অংশ নেবেন । কিংবা একটি রেকর্ড করা ভিডিয়ো বার্তা পাঠাবেন । অন্যান্য 35টি দেশের প্রধানও এই সামিটে বার্তা পাঠাবেন বা লাইভ অংশ নেবেন । মূলত, ভবিষ্যৎ প্রজন্মকে ভ্যাক্সিন দ্বারা সুরক্ষিত করার কথা মাথায় রেখে অন্তত 7.4 বিলিয়ন অ্যামেরিকান ডলার ‘গাভি’-তে বিনিয়োগই লক্ষ্য । রাষ্ট্রসংঘ সমর্থিত ‘গাভি’ বিশ্বে ভ্যাক্সিন সমন্বয় করে ।