পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ PhD প্রোগ্রাম শুরু করবে খড়গপুর IIT

নিউজ়িল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ PhD প্রোগ্রাম শুরু করতে চলেছে খড়গপুর IIT ৷ এই প্রথমবার দুই দেশের মধ্যে এই ধরণের প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হল ৷

iit
iit

By

Published : Dec 17, 2019, 10:15 PM IST

খড়গপুর , 17 ডিসেম্বর : নিউজ়িল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ PhD প্রোগ্রাম শুরু করতে চলেছে খড়গপুর IIT ৷ কিউয়ির এই বিশ্ববিদ্যালয়টি জানায় এইটি অবশ্যই ঐতিহাসিক চুক্তি ৷ এই প্রথমবার দুই দেশের মধ্যে এই ধরণের প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হল ৷ যৌথভাবে PhD প্রোগ্রাম নিউজ়িল্যান্ড ও ভারতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে বলেই তাদের বিশ্বাস ৷ সমৃদ্ধ হবে গবেষণাপত্রগুলিও ৷

2020-র শিক্ষাবর্ষ থেকে প্রথম শুরু হবে এই প্রোগ্রাম ৷ ইঞ্জিনিয়ারিং বিভাগের উপর বেশি জোর দেওয়া হলেও অন্যান্য বিভাগের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেও এই সুযোগ থাকবে ৷ গবেষক ছাত্র-ছাত্রীরা দুই বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে তাঁদের গবেষণা করবেন ৷ দুই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই তাঁরা সময় কাটাবেন ৷ গবেষণার জন্য খড়গপুর IIT ও অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাহায্য পাবেন তাঁরা ৷ লাইব্রেরি সহ অন্যান্য অ্যাকাডেমিক সাপোর্টও দেওয়া হবে গবেষক পড়ুয়াদের ৷ গবেষক ছাত্র বা ছাত্রী একটিই গবেষণাপত্র লিখবেন ৷ এই গবেষণাপত্র পর্যবেক্ষণ করবে দুই বিশ্ববিদ্যালয়ই ৷ গবেষণাপত্র দুই বিশ্ববিদ্যালয় গ্রহণ করলে তবেই তা প্রকাশিত হবে ৷ খড়গপুর IIT ও অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের তরফে তাদের শংসাপত্র দেওয়া হবে ৷

খড়গপুর IIT-র ডিরেক্টর শ্রীমান কুমার ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন , "আমরা নিউজ়িল্যান্ডের অন্যতম একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ PhD-র প্রোগ্রাম শুরু করতে চলেছি ৷ এটি আমাদের গর্বের বিষয় ৷ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে ৷ গবেষণার জন্য আমরা সবরকমভাবে সাহায্য করব ৷" অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস-চান্সেলর অধ্যাপক স্টুয়ার্ট ম্যাকার্টচেন বলেন , "এইটি একটি ঐতিহাসিক চুক্তি ৷ আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই ৷ আমরা গবেষক ছাত্র-ছাত্রীদের সবরকম সাপোর্ট দেব ৷ " খড়গপুর IIT-র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন অধ্যাপক বৈদুর্য ভট্টাচার্য বলেন , "আমাদের ফ্যাকাল্টি, গবেষণা এবং শিক্ষাব্যবস্থা বিশ্বের মধ্যে অন্যতম ৷ অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে উন্নতির দিকে নিয়ে যাবে ৷ "

অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয় , নিউজ়িল্যান্ডের আটটি বিশ্ববিদ্যালয় ভারতের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ৷ ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নিউজ়িল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির যে সম্পর্ক রয়েছে তা IIT খড়গপুর সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত শিক্ষাবিদ ও শিক্ষাকর্মীদের সাহায্যে পুনর্মূল্যায়ন করছে ৷

ABOUT THE AUTHOR

...view details