প্যারিস, 18 অক্টোবর : এ যাত্রায় বেঁচে গেল পাকিস্তান ৷ ইসলামাবাদকে কালো তালিকাভুক্ত করল না ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) ৷ তবে সন্ত্রাসবাদে অর্থের জোগানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে চার মাসের সময়সীমা বেঁধে দিয়েছে FATF ৷ উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি ৷
সন্ত্রাসবাদে অর্থ জোগান রুখতে, আর্থিক নয়ছয় ও বিশ্ব অর্থনীতিতে নানা সংকটজনক পরিস্থিতি খতিয়ে দেখতে 1989 সালে FATF প্রতিষ্ঠিত হয় ৷ 2012 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করা হয় ৷ পরে পেশোয়ারের স্কুলে জঙ্গি হামলার পর নড়েচড়ে বসে পাকিস্তান ৷ ন্যাশানাল অ্যাকশন প্ল্যান চালু হয় ৷ এরপর 2015 সালে ধূসর তালিকা থেকে বাদ দেওয়া হয় ৷ কিন্তু, 2018 সালে ফের তাদের ধূসর তালিকাভুক্ত করা হয় ৷ চলতি বছর অক্টোবরের মধ্যে সন্ত্রাসবাদ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য সময় দেয় । পাশাপাশি সতর্কবার্তা ছিল, প্রয়োজনীয় পদক্ষেপ করতে না পারলে কালো তালিকাভুক্ত করা হতে পারে ৷ আর তা করা হলে চরম সংকটে পড়ত ইসলামাবাদ ৷ বন্ধ হয়ে যেত আন্তর্জাতিক অনুদান ৷ ইতিমধ্যে আর্থিকভাবে জর্জরিত পাকিস্তানের অবস্থা আরও খারাপ হত বলেই মত কূটনৈতিক মহলের ৷