পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনায় বিশ্বজুড়ে মৃত 4,958

কোরোনার জেরে চিনের পরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইট্যালি, ইরান ও দক্ষিণ কোরিয়া ৷

death count rised to five thousand for corona all over the world
কোরোনা ভাইরাস

By

Published : Mar 13, 2020, 7:02 PM IST

Updated : Mar 13, 2020, 10:18 PM IST

প্যারিস, 13 মার্চ : বিশ্বজুড়ে COVID-19 বা কোরোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজারে পৌঁছাল ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, কোরোনার জেরে বিশ্বে 4 হাজার 958 জনের মৃত্যু হয়েছে ৷ আক্রান্তের পরিমাণ কয়েক লাখ ৷

COVID-19’কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্যানডেমিক ঘোষণা করেছে ৷ কোরোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছুঁই ছুঁই ৷ আক্রান্তের সংখ্যা এক লাখ 33 হাজার 970 ৷ এর মধ্যে চিনে আক্রান্ত 80,813 জন, মৃত 3,176 জন ৷ চিনের পরে কোরোনার আক্রমণে সবথেকে ক্ষতিগ্রস্ত ইট্যালি ৷ এরপরে রয়েছে ইরান, স্পেন ও দক্ষিণ কোরিয়া ৷ ইট্যালিতে COVID-19 এর সংক্রমণে এক হাজার 16 জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা 15 হাজার 113 জন ৷ ইরানে নতুন করে 85 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 514-য় ৷ আজ ইরান প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টার মধ্যে দেশের সমস্ত রাস্তা খালি করে দেবেন নিরাপত্তারক্ষীরা ৷ স্পেনে দু’হাজার 493 জন COVID-19 আক্রান্ত ৷ তার মধ্যে 84 জনের মৃত্যু হয়েছে ৷ দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা সাত হাজার 979 এবং মৃত 67 জন ৷

WHO-এর ডিরেক্টর জেনারেল আজ টুইটে ঘোষণা করেন, ‘‘COVID-19’এর উৎপত্তিস্থল চিন থেকে সরে ইউরোপে গিয়েছে ৷ বিশ্বের মধ্যে চিন বাদে ইউরোপে সব থেকে বেশি মানুষ COVID-19’এ আক্রান্ত ও মৃত ৷ চিনে যখন COVID-19 প্রথম থাবা বসায়, সেইসময়ের থেকে বেশি সংখ্যক মানুষ ইউরোপে আক্রান্ত মৃত্যু হয়েছে ৷’’

ভারত ও নরওয়েতে একজন করে কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ ঘানা, কেনিয়া ও সেন্ট ভিনসেন্টে প্রথম COVID-19 আক্রান্তের সন্ধান মিলেছে গতকাল ৷ কোরোনা ভাইরাসের মোকাবিলায় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (SAARC)-এর নেতৃত্বকে একজোট হওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই আবেদনে সাড়া দিয়েছে SAARC-ভুক্ত দেশগুলি ৷ প্রধানমন্ত্রীকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে তারা ৷ মোদির আবেদনের এক ঘণ্টার মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং টুইট করে জানান, ‘‘এটাই হচ্ছে নেতৃত্ব ৷ এশিয়ার এই অঞ্চলের দেশ হওয়ায়, আমাদের প্রত্যেকের উচিত একজোট হওয়া ৷ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে ৷ তাই সবার এক জায়গায় আসা জরুরি ৷’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে শেরিং আরও জানান, মোদির নেতৃত্বে কোরোনা মোকাবিলায় দ্রুত ফল পাওয়া যায় ৷

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে টুইটারে জানিয়েছেন, ‘‘ধন্যবাদ @narendramodi ৷ #LKA SAARC-ভুক্ত দেশগুলির সঙ্গে সবরকম আলোচনার জন্য তৈরি আছে ৷ আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য আমাদের একজোট হওয়ার প্রয়োজন রয়েছে ৷ ’’ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহও পাশে থাকার বার্তা দিয়েছেন টুইটারে ৷

নেপালের প্রধানমন্ত্রী কেপি প্রসাদ ওলি টুইটে নরেন্দ্র মোদিকে সমর্থন করে জানান, ‘‘কোরোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদির পরিকল্পনাকে আমি স্বাগত জানাচ্ছি ৷ আমার প্রশাসন SARRC-ভুক্ত দেশগুলির সঙ্গে কাজ করতে প্রস্তুত ৷ নাগরিকদের সুরক্ষার জন্য সবরকম পদক্ষেপ গ্রহণে তৈরি ৷’’ বাংলাদেশের বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মোদিজির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এই বিষয়ে তিনি কথা বলতেও রাজি ৷ আফগানিস্তানের রাষ্ট্রপতি সাদিক সিদ্দিকি জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদির প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি ৷ কোরোনা ভাইরাস মোকাবিলায় SARRC-ভুক্ত দেশগুলিকে একজোট হতে হবে ৷ একসঙ্গে থাকলে তবেই রক্ষা পাওয়া যাবে ৷ না হলে এর ফল ভুগতে হবে সবাইকে ৷

Last Updated : Mar 13, 2020, 10:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details