রোম, 14 মার্চ : কোরোনার সংক্রমণে ইট্যালিতে মৃ্ত্যু বাড়ছে ক্রমশ । দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে । এবার বিপদের দিনে ইট্যালির পাশে এসে দাঁড়াল চিন । বিমানভরতি চিকিৎসার সরঞ্জাম-সহ মাস্ক ইট্যালিতে পাঠিয়েছে চিন ।
কোরোনা ভাইরাসের প্রাদুর্ভাব গত বছর চিনে শুরু হয় । তার মারাত্মক আকার ধারণ করেছে সারা বিশ্বে । চিনের পর কোরোনার প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়েই চলেছে ইট্যালিতে । সমীক্ষা করে জানা গিয়েছে, কোরোনায় মৃত্যু হয়েছে 1266 জনের ও 15হাজার 113 জনের শরীরে কোরোনা ভাইরাস ধরা পড়েছে ।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার 30 টন চিকিৎসার সরঞ্জাম-সহ 9 জন চিনা চিকিৎসকের একটি দলকে পাঠায় চিনের রেড ক্রস সংস্থা ।