পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বাস-ট্রেন সংঘর্ষে মৃত 17

জানা গিয়েছে, বাসটিতে মোট 65 জন যাত্রী ছিলেন । পর্যটন বোঝাই বাসটি সামুট প্রকান প্রদেশ থেকে আসছিল । বাসটি একটি রেলওয়ে ট্রাক পার করার সময় দুর্ঘটনাটি ঘটে ।

Thailand
Thailand

By

Published : Oct 11, 2020, 12:30 PM IST

ব্যাঙ্কক, 11 অক্টোবর : পর্যটন বোঝাই বাসে ট্রেনের ধাক্কা । দুর্ঘটনায় মৃত 17 জন । আহত হয়েছেন 30 জন । মধ্য থাইল্যান্ডের ঘটনা । বাসের চালক বুঝতে না পারার কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে জানান এক আধিকারিক ।

জানা গিয়েছে, বাসটিতে মোট 65 জন যাত্রী ছিলেন । পর্যটন বোঝাই বাসটি সামুট প্রকান প্রদেশ থেকে আসছিল । বাসটি একটি রেলওয়ে ট্রাক পার করার সময় দুর্ঘটনাটি ঘটে । বাসটি রেলওয়ে ট্রাক পার করার সময় আচমকাই একটি ট্রেন চলে আসে ওই ট্রাকে । যার ফলেই দুর্ঘটনাটি ঘটে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় । অপরদিকে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।

এ বিষয়ে এক আধিকারিক বলেন, দুর্ঘটনায় মোট 17 জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন কমপক্ষে 30 জন । পাশাপাশি তিনি জানান, ঘটনার সময় বাসের চালক বুঝতে পারেননি যে ওই ট্রাকে কোনও ট্রেন আসছে । যার জেরেই দুর্ঘটনাটি ঘটে বলে মন্তব্য করেন তিনি । ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details