লন্ডন, 26 এপ্রিল : সোমবার থেকে কাজে ফিরছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বোরিস জনসন । কোরোনায় আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে ভরতি ছিলেন তিনি ।
কাল থেকে কাজে ফিরছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বোরিস জনসন
সোমবার থেকে কাজে ফিরছেন বোরিস জনসন । 26 মার্চ কোরোনা আক্রান্ত হন তিনি । 12 এপ্রিল সু্স্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ।
বোরিস জনসন তাঁর সহকর্মীদের জানিয়েছেন, নির্ধারিত সময়েই কাজে যোগ দেবেন । 26 মার্চ কোরোনা আক্রান্ত হন তিনি । প্রথমে হোম আইসোলেশনে ছিলেন । এরপর তাঁকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভরতি করা হয় । অবস্থার অবনতি হওয়ায় তাঁকে 7 এপ্রিল ICU-তে স্থানান্তরিত করা হয় । 12 এপ্রিল সু্স্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন । চিকিৎসকদের পরামর্শমতো বাড়িতে বিশ্রামে আছেন তিনি । আগামীকাল থেকে কাজে যোগ দেবেন ।
সোমবারের ডেইলি ডাউনিং স্ট্রিট সাংবাদিক বৈঠক বুধবার করতে পারেন প্রধানমন্ত্রী । উপস্থিত থাকবেন শ্রমনেতা কাইর স্টারমারও । সরকারি তথ্য অনুযায়ী, ইংল্যান্ডে শুক্রবার 813 জনের কোরোনা আক্রান্তে মৃত্যু হয়েছে । মৃতের সংখ্যা ছাড়িয়েছে 20 হাজার । 1,48,377 জন কোরোনা আক্রান্ত । 24 ঘণ্টায় নতুন করে 4,193 আক্রান্ত হয়েছেন ।