কোরোনা আক্রান্ত গোটা বিশ্ব । কোরোনার প্রকোপ থেকে রেহাই পায়নি জার্মানিও । কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে সেই দেশেও । সেখানে আটকে পড়েছেন হুগলির মেয়ে আভানা মাইতি । জার্মানির মিউনিখ শহরে একটি ব্রিটিশ সংস্থায় ফিনান্সিয়াল কন্ট্রোলার পদে কর্মরত তিনি । 2015 সাল থেকেই আছেন মিউনিখ শহরে । যদিও তাঁর বাবা-মা বর্তমানে থাকেন হুগলিতে । বিশ্বজুড়ে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই জার্মানির মিউনিখ শহর থেকে ভিডিয়ো বার্তায় ETV ভারতের প্রতিনিধির সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিলেন আভানা ।
আভানার কথায়, চেনা শহরটা হঠাৎ করেই অচেনা হয়ে উঠেছে । এই তো কয়েকদিন আগেও কোলাহল পূর্ণ জার্মানির মিউনিখে এখন মরুভূমির নিস্তব্ধতা । 2015 সাল থেকে এখানে আছি । শহরের প্রতিটি রাস্তা, অলি-গলি আমার চেনা । কয়েকদিন আগেও এক মুহূর্তের জন্যেও থামতে দেখিনি এই শহরটাকে । হঠাৎ করেই সেই শহরই খাঁ খাঁ করছে । মানুষের মধ্যে ব্যস্ততা নেই, হুড়োহুড়ি নেই, নেই আফিস যাওয়ার তাড়া । শহরের মধ্যেই অবস্থিত একটি ইন্টারন্যাশনাল স্কুল । যেখানে সকাল থেকে ছাত্র-ছাত্রীদের কোলাহলে মুখর হয়ে থাকত স্কুল প্রাঙ্গন । সেখানেই এখন জন-মানব শূন্য । প্রশাসনের তরফে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল-কলেজ ।
শহরের গুরুত্বপূর্ণ আফিসগুলোতে কর্মচারীরা সকাল থেকেই ভিড় জমাতেন । সেই সব আফিসগুলি শুধু দাঁড়িয়ে আছে, দেখা নেই কোনও কর্মচারীর । মিউনিখের যে মেট্রো স্টেশনগুলি সর্বদা ভিড়ে থিক থিক করত সেখানেও দেখা নেই কোনও যাত্রীর । সাধারণ দিনে যে রাস্তা দিয়ে যেত অসংখ্য গাড়ি আজ সেখানই হাতে গোনা কয়েকটি গাড়ি দেখা যাচ্ছে । যাদের গুরুত্বপূর্ণ কাজ আছে তাঁরা ছাড়া বাইরে বেরোচ্ছেন না কেউই ।