সুমি (ইউক্রেন), 8 মার্চ : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন সীমান্ত এবং প্রতিবেশী দেশ থেকে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে জারি রয়েছে 'অপারেশন গঙ্গা'৷ ইউক্রেন-হাঙ্গেরি সীমান্তে আটকে থাকা সকল ভারতীয়দের ইতিমধ্যেই উদ্ধারে সচেষ্ট হয়েছে বিদেশমন্ত্রক ৷ যুদ্ধের ত্রয়োদশ দিনে ইউক্রেনের সুমি শহরে আটকে থাকা সকল ভারতীয়দেরও নিরাপদে বের করে আনা হল ৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার সুমি থেকে 12টি বাসের কনভয়ে সকল ভারতীয়কে এদিন পলটোভায় আনা হল (A convoy consisting of 12 buses left from Sumy On Tuesday) ৷ সেখান থেকে তাদের 'অপারেশন গঙ্গা'য় উড়িয়ে আনা হবে দেশে ৷
মানবিক করিডর তৈরি করে সাধারণ মানুষকে উদ্ধারে জায়গায় জায়গায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুদ্ধরত দুই দেশ ৷ সেই যুদ্ধবিরতির অংশ হিসেবেই এদিন সুমি থেকে সকল ভারতীয়দের উদ্ধার করল বিদেশমন্ত্রক ৷ সেদেশের ভারতীয় দূতাবাসের একাধিক বাস এবং রেড ক্রসের বাসে এদিন 694 জন ভারতীয়দের সুমি থেকে পলটোভা নিয়ে আসার বন্দোবস্ত করা হয় ৷