লন্ডন, ৬ মার্চ : হিথরো বিমানবন্দর ও ওয়াটারলু রেল স্টেশন থেকে উদ্ধার হল বোমা। ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে লন্ডনের সন্ত্রাস দমন শাখা। একটি ডিভাইস থেকে হিথরো বিমানবন্দরের অফিসে আগুনও লাগে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
লন্ডনের বিমানবন্দর ও রেল স্টেশন থেকে উদ্ধার তিনটি বোমা - london
হিথরো বিমানবন্দর ও ওয়াটারলু রেল স্টেশন থেকে উদ্ধার হল বোমা। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
হিথরো বিমানবন্দর
আজ স্থানীয় সময় সকাল ৯টা ৫৫মিনিট নাগাদ হিথরো বিমানবন্দরে একটি প্যাকেট থেকে আগুন ধরে যায়। তারপর পুলিশের কাছে সন্দেহজনক ডিভাইসের খবর আসে। পরে একই ধরনের প্যাকেট লন্ডনের ব্যস্ততম রেল স্টেশন ওয়াটারলুতে পাওয়া যায়। তৃতীয় বোমাটি পূর্ব লন্ডনের লন্ডন সিটি বিমানবন্দরে পাওয়া যায়। বিমানের রুটিনে কোনও পরিবর্তন না হলেও সেন্ট্রাল লন্ডনের রেল লাইন সাময়িক বন্ধ রাখা হয়েছিল।
এর আগে ২০১৭ সালে লন্ডন ও ম্যাঞ্চেস্টারে পাঁচটি সন্ত্রাসবাদী হামলায় মোট ৩৬ জন মারা গেছিলেন।