পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারত-পাক সম্পর্ক নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক ইমরানের

গতকাল এক পাক সাংবাদিকের টুইট থেকে জানা যায়, আজ ভারত-পাক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ইমরান খান ৷

today-imran-khan-has-an-important-meeting-cabinet-ministry-on-indo-pak-relations
today-imran-khan-has-an-important-meeting-cabinet-ministry-on-indo-pak-relations

By

Published : Apr 2, 2021, 9:16 AM IST

ইসলামাবাদ, 2 এপ্রিল: ভারত-পাক সম্পর্ক নিয়ে নিজের মন্ত্রীদের সঙ্গে আজ শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷

গতকাল এক পাক সাংবাদিকের টুইট থেকে একথা জানা যায় ৷ ওই সাংবাদিক টুইট করেন, "আগামীকাল ভারত-পাক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ইমরান খান ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র, বিদেশ, পরিকল্পনা ও মানবাধিকার মন্ত্রকের মন্ত্রীরা ৷ এই বৈঠকে সিদ্ধান্ত হবে আগামীতে কোন স্তরে থাকবে ভারত-পাক সম্পর্ক ৷"

আরও পড়ুন: ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় পাকিস্তান, মোদিকে চিঠি ইমরানের

ওই সাংবাদিক অন্য একটি টুইটে লেখেন, "এই উচ্চপর্যায়ের বৈঠকে একটি সাবকমিটি গঠন করা হবে ৷ যারা সিদ্ধান্ত নেবে, পাকিস্তান ভারতের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করবে কি না ৷"

গত বৃহস্পতিবার পাকিস্তানের ইকোনমিক কো-অর্ডিনেশন কমিটি সিদ্ধান্ত নেয়, স্থল ও জলপথে ভারত থেকে চিনি, তুলো ও তুলোর সুতো আমদানি করা হবে ৷ এর ফলশ্রুতিতেই আজকের উচ্চপর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত ৷

ABOUT THE AUTHOR

...view details