কাবুল, 18 সেপ্টেম্বর : তালিবান (Taliban) শিক্ষামন্ত্রক ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি সমস্ত ছাত্র এবং পুরুষ শিক্ষকদের শনিবার থেকে স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে ৷ এনিয়ে ফেসবুকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ গোটা আফগানিস্তানের (Afghanistan) জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে সেই বিবৃতিতে মেয়েদের স্কুলে যাওয়া নিয়ে একটি শব্দও খরচ করা হয়নি ৷
শুক্রবার ফেসবুকে একটি বিবৃতি প্রকাশ করা হয় শিক্ষামন্ত্রকের তরফে ৷ সেখানে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশের ছাত্রদের কথা বলা হলেও ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশের ছাত্রীদের কথা কিছু বলা হয়নি ৷ কবে থেকে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা স্কুলে যেতে পারবে সে বিষয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে ৷ এই অবস্থায় ফের উদ্বেগ তৈরি হচ্ছে যে, তালিবান সরকার আবার মেয়ে এবং মহিলাদের পড়াশোনার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ।