সিঙ্গাপুর, 31 মে : বিশ্বের মধ্যে প্রথম নাবালকদের কোভিড টিকা দেওয়া এ বার শুরু হতে চলেছে ৷ মঙ্গলবার থেকে 12-18 বছর বয়সিদের কোভিড টিকাকরণ কর্মসূচি শুরু করছে সিঙ্গাপুর ৷
সোমবার সে দেশের প্রধানমন্ত্রী লি সিয়েন জানিয়েছেন, "আমাজের জনসংখ্যার অধিকাংশেরই টিকাকরণ হয়ে গিয়েছে ৷ যে সব আক্রান্তের খবর মিলছে, তাদের খুঁজে বের করা, আইসোলেট করা ও চিকিত্সা করা সক্ষম হচ্ছে ৷ তার ফলে সংক্রমণ বৃদ্ধি রোখা গিয়েছে ৷" দেশের জাতীয় দিবস 3 অগস্টের মধ্যে যোগ্য প্রত্যেককে অন্তত একটি করে টিকার ডোজ দেওয়া হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ৷