ইসলামাবাদ, 28 অগাস্ট : অক্টোবর বা নভেম্বরের মধ্যে যুদ্ধ বাধতে চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যে । এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ । পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে । রাওয়ালপিন্ডিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ কথা বলেন শেখ রশিদ আহমেদ ।
কাশ্মীর ইশুতে রাষ্ট্রসংঘকে কাঠগড়ায় তুলে রশিদ খান বলেন, "কাশ্মীরের সমস্য মেটাতে সচেষ্ট নয় রাষ্ট্রসংঘ । তারা চাইলে এতদিনে কাশ্মীরে গণভোটের আয়োজন করত । সময় এসেছে কাশ্মীরে শেষ স্বাধীনতা সংগ্রামের । শীঘ্রই কাশ্মীর সফরে যাব ।" উল্লেখ্য, রশিদ খান তাঁর বিভিন্ন মন্তব্যের জন্য এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন । বালাকোট অভিযানের পর তিনি বলেছিলেন, "পাকিস্তান পালটা জবাব দিলে ভারতে কোনও কাক ডাকবে না । মন্দিরে ঘণ্টা বাজবে না । " সম্প্রতি লন্ডনে তিনি এক অনুষ্ঠানে গেলে সেখানে তাঁর উপর হামলা চালায় পাকিস্তান পিপলস পার্টির লোকজন ।