মস্কো, 14 সেপ্টেম্বর : নিজেকে গৃহবন্দি করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তাঁর ঘনিষ্ঠমহলে করোনার সংক্রমণ ধরা পড়ায় পুতিন নিজেকে গৃহবন্দি করেছেন ৷ আজ ক্রেমলিনের তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে ৷ তাজিক প্রেসিডেন্ট এমোমালি রাহমনের সঙ্গে পুতিনের ফোনালাপের বিষয়টি জানাতেই একটি বিবৃতি পেশ করেছিল ক্রেমলিন প্যালেস ৷ সেই বিবৃতিতেই জানানো হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট আপাতত নিভৃতবাসে রয়েছেন ৷ কারণ, প্রেসিডেন্টের ঘনিষ্ঠমহলে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন ৷ তবে, তাঁর শেষ করা আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷
Vladimir Putin: ঘনিষ্ঠমহলে করোনার সংক্রমণ, নিভৃতবাসে রাশিয়ার প্রেসিডেন্ট - নিভৃতবাসে ভ্লাদিমির পুতিন
ঘনিষ্ঠমহলে করোনা সংক্রমণ ছড়াতেই নিজেকে গৃহবন্দি করে নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ আজ ক্রেমলিন প্যালেসের তরফে একথা জানানো হয়েছে ৷ এ নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷
প্রসঙ্গত, ভ্লাদিমির পুতিন সোমবার বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৷ যেখানে তিনি রাশিয়ান প্যারা অলিম্পিয়ানদের সঙ্গে দেখা করেছিলেন ৷ বেলারুশের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত সেনার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ৷ পাশাপাশি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ এই সব জায়গায় পুতিনের সঙ্গে থাকা বেশ কয়েকজন করোনা সংক্রমিত হয়েছেন ৷ তার পরেই পুতিনকে নিভৃতবাসে পাঠানো হয় ৷
তবে, রাশিয়ান প্রেসিডেন্টের শারীরিক কোনও সমস্যা দেখা যায়নি ৷ তিনি আগে থাকতেই নিজেকে আলাদা করে নিয়েছেন ৷ পাশাপাশি, ওই অনুষ্ঠানগুলিতে অংশ নেওয়ার পর পুতিনের আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়েছিল বলে জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ ৷ সেই রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ প্রসঙ্গত, রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি’র দু’টি ডোজ নিয়েছেন পুতিন ৷ গত এপ্রিল মাসে পুতিন তাঁর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ৷