পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনায় দায়ি চিন, ক্ষতিপূরণ দাবি করুক কেন্দ্র, দায়ের জনস্বার্থ মামলা

চিনের ইউহানের একটি গবেষণাগারই প্যানডেমিক কোরোনার উৎসস্থান । গতকাল এই তথ্য তুলে ধরে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন কে কে রমেশ নামে এক ব্যক্তি ।

ছবি
ছবি

By

Published : May 8, 2020, 8:38 AM IST

দিল্লি, 8 মে : চিনই তৈরি করেছে কোরোনা ভাইরাস । তাই পিপলস রিপাবলিক অফ চায়নার কাছ থেকে 600 বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতে একটি মামলা দায়ের করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিক শীর্ষ আদালত । গতকাল সেই মর্মে সুপ্রিম কোর্টে দায়ের হল একটি জনস্বার্থ মামলা ।

আবেদনকারী কে কে রমেশ পিটিশনে জানিয়েছেন, ইতিমধ্যে কোরোনার জেরে বিশ্বে মৃত্যু হয়েছে 2 লাখেরও বেশি মানুষের । আক্রান্ত 38 লাখ । এমন অনেক তথ্যই সামনে রয়েছে যা প্রমাণ করে, এই প্যানডেমিক কোরোনার উৎসস্থান চিনের একটি ল্যাবরেটরি । ভাইরাসটি তৈরি করেছে চিনের ইনস্টিটিউট অফ ভাইরোলজি, ইউহান । এবিষয়ে একটি তথ্য উল্লেখ করেন পিটিশনে তিনি লেখেন, "1984 -তে বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশনে, জৈব ও বিষাক্ত অস্ত্র (বায়োলজিক্যাল ও টক্সিক ওয়েপন) উৎপাদন, উন্নয়ন ও মজুত নিষিদ্ধ হয় । যাতে সম্পূর্ণ সম্মতি দিয়েছিল চিন ।"

কিন্তু তারপর চিনের একটি গবেষণাগার থেকে এই ভাইরাসের ছড়িয়ে পড়া । যাতে ভারতে শয়ে শয়ে মানুষ মরছে । দিন দিন বাড়ছে সংক্রমণ । কার্যত স্তব্ধ জনজীবন । দেশের অর্থনীতিও ধুঁকছে । অর্ধেক মানুষের খাওয়ার টাকা নেই । পিটিশনে এর পাশাপাশি তিনি কোরোনা টেস্টিংয়ের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন । বলেন, সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় টেস্ট হচ্ছে না দেশে এবং ভিন রাজ্যে ও দেশে আটকে পড়া মানুষদের জন্যও যথাযথ পদক্ষেপ করা হচ্ছে না ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details