কাবুল, 27 অগস্ট : দেখলে মনে হবে না যে একদিন আগেই এই স্থানে প্রবল বিস্ফোরণ ঘটেছে ৷ মৃত্যু হয়েছে মানুষের ৷ বিস্ফোরণের ছিন্নভিন্ন দেহগুলিও দেশ ছাড়তে মরিয়া আফগানদের আটকাতে পারেনি ৷ নয়তো বৃহস্পতিবার কাবুল বিমানন্দরের সামনে আত্মঘাতী বিস্ফোরণের পরও আজ সকাল থেকে কাতারে কাতারে মানুষ সেখানে ভিড় জমাতেন না ৷ বাচ্চা, বুড়ো, মহিলা সবাই রয়েছেন সেই দলে ৷ প্রাণ হাতে নিয়ে তালিবানি শাসনের বেড়াজাল থেকে নিজেদের বাঁচাতে কাবুল বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছেন আফগানরা ৷
আফগানিস্তান তালিবানি কব্জায় আসতেই দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে ৷ অন্যান্য দেশের নাগরিকরা তো রয়েছেই, খোদ আফগানরাই ভিটেমাটি ছেড়ে পালাচ্ছেন ৷ সড়কপথে যাওয়ার উপায় নেই ৷ তাই ভরসা একমাত্র বিমানপথ ৷ আর এতেই ব্যস্ততা বেড়ে গিয়েছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ৷ বিমানবন্দরটিতে বিভিন্ন দেশের বিমানের ওঠানামা লেগেই রয়েছে ৷ ঠিক সেভাবেই বৃহস্পতিবারও কাবুল বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ ৷ অধিকাংশই আফগানিস্তানের ৷ সেই ভিড়ে মধ্যেই ঘটে জোড়া আত্মঘাতী বিস্ফোরণ ৷ সঙ্গে চলে গুলি ৷ তাতেই মৃত্যু হয়েছে কমপক্ষা 72 জনের ৷ মারা গিয়েছেন 12 জন মার্কিন সেনা ৷ পরে বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গী গোষ্ঠী আইএসআইএস ৷