ইসলামাবাদ, ২০ ফেব্রুয়ারি : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় কমপক্ষে ৪০ CRPF জওয়ানের মৃত্যুর পর সেনাকে যে কোনও পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল এই ইশুতে মুখ খোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতির উদ্দেশ্যে এক বার্তায় তিনি বলেন, "কাশ্মীর ইশুতে ভারত হামলা চালালে জবাবি হামলায় পিছ-পা হবে না পাকিস্তান।" সব মিলিয়ে বেশ উত্তপ্ত পরিস্থিতি দুই দেশের মাঝে।
ইমরান খানের বার্তার পরেই পাকিস্তানের রেলমন্ত্রী রশিদ আহমেদ ভারতের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন, "না পাখি উড়বে, না মন্দিরে কোনও ঘণ্টা বাজবে।" রশিদ আরও বলেন, "আমরা কেউ চুড়ি পরে নেই। পাকিস্তান আমাদের জীবন। পাকিস্তানের জন্য আমরা জীবন দিতে দ্বিধাগ্রস্ত হব না।"