ইসলামাবাদ, 23 অগাস্ট : সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকায় ক্ষুব্ধ এশিয়া প্যাসিফিক গ্রুপ ৷ বিভিন্ন মহলের দাবি, তারা সন্ত্রাসে মদত দিচ্ছে । এই বিষয়টিকে মাথায় রেখে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার চিন্তাভাবনা চলছে । আলোচনা চলছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের শাখা সংগঠন এশিয়া প্যাসিফিক গ্রুপে ৷ পাকিস্তান কালো তালিকাভুক্ত হলে তাদের উপর আন্তর্জাতিক সংগঠনের নানান বিধি-নিষেধ জারি হবে ৷
ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) তদন্ত করে দেখেছে, দেশে আর্থিক তছরুপ ও সন্ত্রাসবাদে অর্থ জোগানে 40টি'র মধ্যে প্রায় 32টি কেসের কোনও অভিযোগ দায়ের করেনি পাকিস্তান ৷ শুধু তাই নয়, FATF-র কয়েকজন সদস্য জানিয়েছেন, জঙ্গিনেতা হাফিজ় সইদ ও আজ়হার মাসুদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ যদিও ইসলামাবাদের দাবি, লস্কর-ই-তইবা, জামাত-উদ্-দাওয়া, জইশ-ই-মহম্মদের প্রায় 700র বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা ৷
আরও পড়ুন : কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়, পাকিস্তানের দাবি উড়িয়ে ফের জানাল অ্যামেরিকা